সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আমিরের ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক

নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার পর প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। জ্যামাইকা টেস্টের বৃষ্টি ভেজা দ্বিতীয় দিনে যতটুকু খেলা হয়েছে তাতে রং ছড়িয়েছেন তিনি।  অবশ্য আমিরের বিধ্বংসী বোলিংয়ের পরও ওয়েস্ট ইন্ডিজের রানের গতি খুব একটা থামেনি। এখনো উইকেটে আছেন জেসন হোল্ডার। অধিনায়ক অপরাজিত ৫৫ রানে। সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল খেলছেন ৪ রানে। সাবিনা পার্কে শনিবারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৭৮ রান। গতকাল খেলতে নেমে ২৮৬ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। শনিবার খেলা হয়েছে মাত্র ১১.৩ ওভার। আউটফিল্ড ও পিচ ভেজা থাকায় প্রথম সেশনে খেলাই সম্ভব হয়নি। পরে খেলা শুরু হলে আগের দিনের দারুণ জুটিকে এগিয়ে নিতে থাকেন হোল্ডার-দেবেন্দ্র বিশু। ওয়েস্ট ইন্ডিজের ৭৫ রানের অষ্টম উইকেট জুটি ভাঙে বিশুর বাজে শটে। আমিরের বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হওয়ার আগে ২৮ রান করেন তিনি। পরের ওভারে আলজেরি জোসেফকে বোল্ড করে ২০১০ সালের লর্ডস টেস্টের পর প্রথমবারের মতো টেস্টে ছয় উইকেট নেন আমির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর