মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ক্রীড়াবিদদের পুরস্কৃত করল আনসার

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াবিদদের পুরস্কৃত করল আনসার

আন্তর্জাতিক পর্যায়ের পর এবার ঘরোয়া আসরে পুরস্কার জয়ীদের পুরস্কৃত করল বাংলাদেশ আনসার ও ভিডিপি। গতকাল খিলগাঁওস্থ নিজস্ব সদর দফতরে ২০১৬ সালের বিভিন্ন পর্যায়ে পদক জয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে পুরস্কৃত করেছে। ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। জিমন্যাস্টিক্স, ফেন্সিং, আরচারি, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, কুস্তি, তায়েকোয়ানদো, উশু, কারাতে ও শরীরগঠন প্রতিযোগিতায় ৯২ সোনা, ৭৯ রুপা ও ৬৯টি ব্রোঞ্জ জিতেছে আনসারের ক্রীড়াবিদরা। ব্যক্তিগত সোনা জয়ীদের ১২ হাজার টাকা, রুপা ৭ হাজার এবং ব্রোঞ্জ জয়ীদের ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তিনজনের দলগত ইভেন্টে সোনা জয়ীরা ৮ হাজার টাকা, রুপা ৬ হাজার টাকা এবং ব্রোঞ্জ জয়ীরা ৪ হাজার টাকা করে পান। তিন জনের অধিক দলগত ইভেন্টে সোনার জন্য ৬ হাজার টাকা, রুপা ৪ হাজার টাকা এবং ব্রোঞ্জের জন্য ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পদক জয়ীদের ১১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা আর্থিক পুরস্কার দেয়। শুধু আর্থিক পুরস্কারই দেওয়া হয়নি। বাড়ানো হয়েছে ভাতাপ্রাপ্ত খেলোয়াড়দের মাসিক সম্মানীও। সোনা জয়ী প্রতিযোগীদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। রুপা জয়ীদের ৭ হাজার এবং ব্রোঞ্জ জয়ীদের ৬ হাজার টাকা করা হয়েছে। 

সর্বশেষ খবর