বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুস্তাফিজের পাশে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে আগের আসরে মুস্তাফিজুর রহমান ছিলেন সান রাইজার্স হায়দরাবাদের প্রাণ। কিন্তু এবার একাদশেই জায়গা হচ্ছে না। ইনজুরি থেকে ফেরার পর বাংলাদেশ দলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি ‘দ্য ফিজ’। শ্রীলঙ্কা সফরে মাত্র দুই ম্যাচে তার জাদু দেখাতে পেরেছেন মুস্তাফিজ। বাংলাদেশের শততম টেস্টে এবং আরেকটি ওয়ানডে ম্যাচে। এছাড়া বাকি ম্যাচে অনায়াসেই মুস্তাফিজের বিরুদ্ধে ব্যাটিং করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। আইপিএলেও প্রথম ম্যাচে বাজে করার পর আর সুযোগ পাচ্ছেন না। সবার ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। মাশরাফি মনে করেন, মুস্তাফিজের ঘটনাটি অস্বাভাবিক নয়। এমনটা ঘটতেই পারে। টাইগার ক্যাপ্টেন বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে এই মুহূর্তে যা হচ্ছে সেটা স্বাভাবিক। এর আগেও যেটা পেয়েছে সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪/৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার। এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওর শক্তিমত্ত্বা ও দুর্বলতা বিশ্লেষণ করছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালাইসিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে। মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা হচ্ছে— চোট। তিন-চার মাস হল চোট থেকে সেরে উঠেছে। ওর বয়সও মাত্র ১৯/২০। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য পরিস্থিতি খুব কঠিন এখন। একই সময়ে আমরাও যদি ওকে একইভাবে চাপে রাখি তাহলে ওর জন্য আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওকে যদি আমরা রিল্যাক্স রাখতে পারি, ওর প্রতি আমাদের যে প্রত্যাশা সেটা যদি না করে বাস্তবতা ভাবি আমার মনে হয়, ও আমাদের জন্য আগামী ১০ বছরের জন্য আমাদের দারুণ সম্পদ হবে।’

সর্বশেষ খবর