বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চেলসিতে শিরোপার ঘ্রাণ

ক্রীড়া ডেস্ক

চেলসিতে শিরোপার ঘ্রাণ

গোলের পর চেলসি তারকা দিয়েগো কস্তা

ক্লাওডিও রেনেরির লিস্টার সিটি গত মৌসুমে কেবল ইংলিশদেরই নয়, পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। জয় করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। ফেবারিটদের পাত্তাই দেয়নি তারা। তবে চলতি মৌসুমে সেই লিস্টার সিটিই পড়ে আছে ১৫ নম্বরে। এবার ফেবারিটরাই শীর্ষস্থানগুলো দখলে রেখেছে। ২০১৪-১৫ মৌসুমের পর আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে শুরু থেকেই ছুটে চলেছে অ্যান্টোনিও কন্তের শিষ্যরা। মৌসুম শেষের দিকেও পরিষ্কার রেখেছে শিরোপার পথ। গত মঙ্গলবার চেলসি নিজেদের মাঠে সাউদ্যাম্পটনকে ৪-২ গোলে হারিয়েছে। চেলসির পক্ষে দুটি গোল করেছেন দিয়েগো কস্তা। এ ছাড়াও হ্যাজার্ড ও কাহিল একটি করে গোল করেছেন। সাউদ্যাম্পটনের পক্ষে গোল দুটি করেছেন রোমিও ও রেডমন্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর চেলসির জন্য জরুরি ছিল জয়ের ধারায় ফিরে আসা। সেই ধারায় তারা ফিরেছিল টটেনহ্যামকে হারানোর মধ্য দিয়ে। জয়ের ধারাটা ধরে রাখল তারা এবারও। সাউদ্যাম্পটনকে গত মঙ্গলবার ৪-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা আরও মজবুত করল চেলসি। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ব্লুজরা। এ জয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে টটেনহ্যাম হটস্পার। অবশ্য চেলসির বিপদ এখনো কাটেনি। হাতে থাকা পাঁচ ম্যাচের মধ্যে অন্তত চারটা জিততে হবে তাদের। দেখা যাক, অ্যান্টোনিও কন্তের শিষ্যরা এই শর্ত পূরণ করতে পারে কি না! অবশ্য টটেনহ্যাম এর মধ্যে কোনো ম্যাচ হেরে গেলে চেলসির কাজটা সহজ হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর