শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মোহামেডানকে জেতালেন রকিবুল

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানকে জেতালেন রকিবুল

তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজরা এখন সাসেক্সে। সেখানে বাংলাদেশ ক্রিকেট দল কন্ডিশনিং ক্যাম্প করবে আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। পরশু রাতে টাইগার ক্রিকেটাররা ঢাকা ছেড়েছেন। সেখানেই গেছেন মোহামেডান ক্লাবের দুই ক্রিকেটার। দলের নিয়মিত অধিনায়ক ছিলেন তামিম। তার অনুপস্থিতিতে মতিঝিল পাড়ার ক্লাবটির নেতৃত্বের ভার পড়ে জাতীয় দলের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসানের উপর। অধিনায়কত্ব পেয়েই জ্বলে উঠলেন রকিবুল। তার অপরাজিত ৭৬ রানে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান। নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল মোহামেডান ৪ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণকে। চার রাউন্ড শেষে মোহামেডানের এটা দ্বিতীয় জয় এবং খেলাঘরের তৃতীয় হার। এর আগে মোহামেডান হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের কলাবাগানকে। হেরেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংকের কাছে। ফতুল্লায় প্রথমে ব্যাট করে বাঁ হাতি স্পিনার এনামুল জুনিয়রের ঘূর্ণিতে ৪৫.৪ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় খেলাঘর। এনামুল ১০ ওভারের স্পেলে মাত্র ২৩ রানের খরচে নেন ৩ উইকেট। পেসার কামরুল ইসলাম রাব্বি উইকেট নেন ২টি। খেলাঘরের পক্ষে ওপেনার রবিউল ইসলাম রবি সর্বোচ্চ ৬৩ রান করেন ৭৩ বলে ৭ চার ও এক ছক্কায়। মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত মজুমদার ৫৩ রান করেন ৬২ বলে ২ চার ও ২ ছক্কায়। মোহামেডানের টার্গেট ১৯০ রান। ২৫ রানে ওপেনার সৈকত আলিকে হারিয়ে বিপাকে পড়ে মতিঝিল পাড়ার দলটি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রনি তালুকদার ও ভারতীয় ব্যাটসম্যান মুকুন্দ ৬২ রান যোগ করেন ১৩.২ ওভারে। রনি ২৭ রান করেন এবং মুকুন্দ ৩৫ রানে সাজঘরে ফিরেন। ৯৪ রানে ৫ উইকেট হারানোর পর দলকে একাই টেনে নেন অধিনায়ক রকিবুল হাসান। শেষ দিকে টেস্ট স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে অবিচ্ছিন্নভাবে ৬৪ রানের জুটি গড়ে দলকে দ্বিতীয জয় উপহার দেন রকিবুল। তাইজুল অপরাজিত থাকেন ১৪ রানে। ম্যাচসেরা রকিবুল ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ৯২ বলে ৬ চার ও ৩ ছক্কায়। খেলাঘরের সফল বোলার ছিলেন রবিউল ২০ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

খেলাঘর : ১৮৯/১০, ৪৫.৪ ওভার ( রবিউল ইসলাম ৬৩, নাফিস ইকবাল ১৯, অমিত মজুমদার ৫৩, নাজিমুদ্দিন ১৩, মাসুম খান ১৬*। কামরুল রাব্বি ২/২৮, মোহাম্মদ আজিম ২/২৫, তাইজুল ইসলাম ২/৩৯, এনামুল জুনিয়র ৩/৩৩)।

মোহামেডান : ১৯০/৬, ৪৪.৫ ওভার ( সৈকত আলি ২০, রনি তালুকদার ২৭, অনিব মুকুন্দ ৩৫, রকিবুল হাসান ৭৬*, তাইজুল ইসলাম ১৪*। নাজমুস সাদাত ১/২৯, তানভীর ইসলাম ১/২৬, রবিউল ইসলাম ৩/২০)।

ফল : মোহামেডান ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা : রকিবুল হাসান

সর্বশেষ খবর