শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অনেক দিন পর শক্তিশালী রূপে ঢাকা মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

অনেক দিন পর শক্তিশালী রূপে ঢাকা মোহামেডান

দলবদল করতে যাচ্ছেন মোহামেডানের ফুটবলাররা —বাংলাদেশ প্রতিদিন

প্রথমে শেখ রাসেল ক্রীড়া চক্র। এরপর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। মাসব্যাপী ঘরোয়া ফুটবলের দলবদল নীরবভাবে কাটলেও কাল বাফুফে ভবন ছিল উৎসবমুখর। বেশ কয়েক মৌসুম পর মোহামেডান শক্তিশালী দল গড়েছে। গতবারের পাঁচ জন ছাড়াই বাকি খেলোয়াড়রা সবই নতুন। দলের ম্যানেজার অভিজ্ঞ সংগঠক আমিরুল ইসলাম বাবু বলেন, শিরোপার লক্ষ্যেই আমরা মাঠে নামব। আশা রাখি এবার সমর্থকদের মুখে হাসি ফুটাব।

জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি বেশ কজন তরুণ খেলোয়াড়কে এবার সাদা-কালো জার্সিতে মাঠে দেখা যাবে। গোলরক্ষক হিসেবে মোহামেডান পেয়েছে মো. রাসেল মাহমুদ লিটন, মামুন খান ও আল আমিনকে। রক্ষণভাগে আছেন মো. আসাদুজ্জামান বাবলু, মো. মিন্টু শেখ, মো. রেজাউল করিম রেজা, এস এস মঞ্জুর রহমান, মো. লিংকন, আবদুল বাতেন কোমল, খান শরীফ, মো. জামান, নাসিরুল ইসলাম, আশিক আহমেদ, শাহেদ হোসেন শাহেদ, মনির হোসেন, মধ্যমাঠে ফয়সাল মাহমুদ, এনামুল হক শরীফ, শাকিল আহমেদ, এফ এম ইমরুল হাসান, মিথুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি, তকলিস আহমেদ। স্থানীয়দের পাশাপাশি দুই বিদেশি ফুটবলারের নামও রেজিস্ট্রেশন করে মোহামেডান। এরা হলেন কিংসলে চিগোজা, সামসন ইলিয়াসু।

২০০২ সালের পর মোহামেডান লিগ শিরোপার দেখা পাচ্ছে না। পেশাদার লিগে অপরাজিত রানার্স আপ হলেও শিরোপা অধরা থেকে গেছে। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ৫, শেখ জামাল ৩, শেখ রাসেল একবার করে লিগ জিতেছে। দলবদল সম্পন্ন করার পর এমিলি তার প্রতিক্রিয়ায় বলেন, মোহামেডানে আগেও খেলেছি। কিন্তু লিগ জিততে পারেনি। এবার শিরোপার জন্য মরিয়া হয়ে লড়বো। আজ তৃতীয় বিদেশির নাম রেজিস্ট্রেশন করবে মোহামেডান।

সর্বশেষ খবর