শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
উদ্বোধনী দিনে গোলের ছড়াছড়ি

চয়ন-রিমনের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

চয়ন-রিমনের হ্যাটট্রিক

৩১তম জাতীয় হকি প্রতিযোগিতার উদ্বোধন

বহু প্রতীক্ষিত জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে গতকাল উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় জয় পেয়েছে ফেবারিট বাংলাদেশ নৌবাহিনী। গাজীপুর জেলাকে ৩১-০ গোলে পরাজিত করে তারা। বিজয়ীদলের রিমন কুমার হ্যাটট্রিকসহ ৫, মামুনুর রহমান চয়ন হ্যাটট্রিকসহ ৪, আশরাফুল ইসলাম ৩, ইমরান হাসান পিন্টু ৩, রাসেল মাহমুদ জিমি ৩ ও রোমান সরকার ১টি গোল করেন।

বিমান বাহিনীও সহজ জয়ে মাঠ ছেড়েছে। রাজশাহী বিভাগকে ১০-১ গোলে পরাজিত করে। বিজয়ী দলের বেলাল হোসেন ৩, প্রসেনজিত ২, শামীম মিয়া ২, সহিদুল, নাজমুল হাসান ও আশিক মাহমুদ ১টি করে গোল করেন। রকি বিজিতের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি দেন। অন্যদিকে পটুয়াখালী জেলা ৯-০ গোলে খুলনা জেলাকে হারিয়ে দেন। তবে মেহেরপুর ও নড়াইল জেলার ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মেহেরপুর ৩-১ গোলে জিতে যান। আমিনুল ২, সাব্বির ১ ও বিজিতের পক্ষে সাগর গোল করেন। ২০১৫ সালের পর জাতীয় আসর মাঠে গড়াল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ফেডারেশন সভাপতি বিমান বাহিনীর প্রধান আবু এসরার, সাধারণ সম্পাদক আবদুস সাদেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর