সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

টানা পঞ্চম শিরোপা বায়ার্নের

ক্রীড়া ডেস্ক

টানা পঞ্চম শিরোপা বায়ার্নের

জার্মান বুন্দেসলিগায় এখনো তিন ম্যাচ বাকি বায়ার্ন মিউনিখের। তবে এরই মধ্যে কার্লো আনসেলত্তির শিষ্যরা টানা পঞ্চমবারের মতো শিরোপা নিশ্চিত করেছেন। অফিশিয়াল শিরোপা পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বায়ার্ন মিউনিখকে। তাতে কী, রেপ্লিকা দিয়েই শিরোপা উৎসবটা সেরে নিলেন মুলার-লিওয়ান্দোভস্কিরা —এএফপি

জার্মান বুন্দেসলিগার শিরোপা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। টানা শিরোপা জিতেই চলেছে। এই নিয়ে রেকর্ড টানা পঞ্চমবারের মতো বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। সবমিলিয়ে সর্বোচ্চ ২৭ বার! গত শনিবার উলফসবুর্গকে ৬-০ গোলে উড়িয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলেছে কার্লো আনচেলত্তির দল। দলের দুর্দান্ত এ জয়ে জোড়া গোল করেন পোলিশ তারকা রবার্তো লিওয়ান্দোভস্কি। একটি করে গোল করেন ডেভিড আলাবা, আরিয়েন রোবেন, থমাস মুলার ও জসুয়া কিমিচ। শিরোপা নিশ্চিত হওয়ার পর বুন্দেসলিগার রেপ্লিকা শিরোপা হাতে নিয়ে উল্লাসও করেছে বায়ার্ন তারকারা।

জার্মান বুন্দেসলিগায় শনিবারের জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিপজিগ অবস্থান করছে দুই নম্বরে। সামনের তিন ম্যাচ বায়ার্ন মিউনিখ হারলে আর লিপজিগ জিতলেও পয়েন্ট তালিকায় অবস্থানের পরিবর্তন হচ্ছে না। বায়ার্ন মিউনিখের শিরোপা জয় ক্লাবের ইতালিয়ান কোচ কার্লো আনসেলত্তিকেও দারুণ একটা অর্জন উপহার দিল। তিনি প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটি জিতলেন। এর আগে আনসেলত্তি ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে সিরি এ লিগ জিতেছেন ২০০৩-০৪ মৌসুমে। চেলসির কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন ২০০৯-১০ মৌসুমে। ফরাসি ক্লাব পিএসজির কোচ হিসেবে ২০১২-১৩ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন আনসেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে চারটা শিরোপা জিতলেও তিনি লা লিগা জিততে পারেননি। তা জিততে পারলে ইউরোপের সেরা পাঁচটা লিগই জিততে পারতেন তিনি। বায়ার্ন মিউনিখ শিরোপা জেতায় কোচ আনসেলত্তি ক্লাবের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি ভক্তদেরও অভিনন্দন জানান।

এদিকে কার্লো আনসেলত্তির রেকর্ডের পাশাপাশি বায়ার্ন মিউনিখেরও রেকর্ড হলো। ক্লাবের ইতিহাসে ২৭তম লিগ শিরোপা জিতল ব্যভারিয়ানরা। এবার পুরো মৌসুমে আধিপত্য বিস্তার করেই শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা। জিতেছে ২২টি এবং ড্র করেছে সাতটি। এদিকে বুন্দেসলিগায় চলতি মৌসুমে গোলদাতার তালিকায় সবার উপরে আছেন পোলিশ তারকা রবার্তো লিওয়ান্দোভস্কি। তিনি ২৮ গোল করেছেন। ২৭ গোল করে দ্বিতীয় স্থানে আছেন বুরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনিজ তারকা পিয়েরে এমেরিকে। রবার্তো লিওয়ান্দোভস্কি গত মৌসুমেও গোলদাতার তালিকায় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন (৩০ গোল)।

সর্বশেষ খবর