সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

সমান্তরালে দুই জায়ান্ট

ক্রীড়া ডেস্ক

সমান্তরালে দুই জায়ান্ট

গোলের পর সুয়ারেজ

স্প্যানিশ লা লিগায় সমান্তরালেই ছুটছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গত শনিবার দুই দলই নিজেদের ম্যাচে জয় পেয়েছে সান্তিয়াগো বার্নাব্যূতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। অন্যদিকে এসপানিওলের মাঠে বার্সেলোনা কাতালান ডার্বি জিতেছে ৩-০ গোলে। এর ফলে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। অবশ্য এক ম্যাচ কম খেলায় লা লিগার শিরোপা জয়ের সুযোগটা রিয়াল মাদ্রিদেরই বেশি।

লুইস সুয়ারেজের জোড়া গোলে ‘কাতালান ডার্বি’ জিতে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার রাতে এসপানিওলকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। দলের পক্ষে অন্য গোলটি করেন আইভান রাকিটিচ। আগের ম্যাচে বেঞ্চে বসে বার্সেলোনার গোল উৎসব দেখেছিলেন সুয়ারেজস। এবার তিনিই জয়ের নায়ক। এদিকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে যথারীতি ভীতি ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোল না পেলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও ছিলেন আপন আলোয় উজ্জ্বল। স্প্যানিশ লা লিগায় সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলায় জিনেদিন জিদানের দল কিছুটা এগিয়েই আছে। বাকি চার ম্যাচে দুই পয়েন্টের বেশি না হারালেই ২০১২ সালের পর আবারও লিগ শিরোপা জিতবে রিয়াল মাদ্রিদ।

জিনেদিন জিদানদের জয়ের খবর জেনেই প্রতিবেশী ক্লাব এসপানিওলের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচের শুরুটা ছিল অস্বস্তিকর। তৃতীয় মিনিটে পাবলো পিয়াত্তির সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে আঘাত পান সার্জিও রবার্তো। দ্বিতীয়ার্ধেই দুর্দান্ত রূপ দেখা যায় বার্সেলোনা। ৫০তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৭৬তম মিনিটে দলকে দ্বিতীয় গোল উপহার দেন আইভান রাকিটিচ। এ গোলটি বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ব্যবধান আরও বাড়িয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর