শিরোনাম
সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

রিয়াল-অ্যাটলেটিকো মুখোমুখি হচ্ছে কাল

ক্রীড়া ডেস্ক

রিয়াল-অ্যাটলেটিকো মুখোমুখি হচ্ছে কাল

মাদ্রিদ ডার্বির আকর্ষণ দিনে দিনে বেড়েই চলেছে। আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে আসার পর থেকেই ভক্তদের কাছে এর গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। একটা সময় মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের একক আধিপত্য ছিল। এখন তো অ্যাটলেটিকো মাদ্রিদও সমানতালে লড়াই করে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনো অ্যাটলেটিকোর ভয়টা কাটেনি। দুই দল ৭ বার মুখোমুখি হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায়। এর মধ্যে মাত্র একবারই জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাও সেই ১৯৫৮-৫৯ মৌসুমে! অন্যদিকে রিয়াল মাদ্রিদ গত তিন বছরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। এবার দুই দলের দেখা হচ্ছে সেমিফাইনালেই। আগামীকাল সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হচ্ছে দুই দল। টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে মরিয়া জিদানের শিষ্যরা। আজ জিতলেই এগিয়ে যাবে অনেকটা। অন্যদিকে গত দুই ফাইনালে রিয়ালের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া দিয়েগো সিমিওনের শিষ্যরা। রিয়াল কোচ জিদান অবশ্য দারুণ আত্মবিশ্বাসী। বিশেষ করে গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে রিয়াল মাদ্রিদ। শিষ্যদের পারফরম্যান্সে আশাবাদী জিদান। এবার অন্তত দুইটা শিরোপা জিততে চান তিনি।

সর্বশেষ খবর