সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা
হকিতে নৌবাহিনীর ইতিহাস

৩ ম্যাচে ১০১ গোল!

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচে ১০১ গোল! বাংলাদেশের হকির ইতিহাসে নতুন রেকর্ড। বিদেশে কোনো দল বা দেশে এই রেকর্ড গড়েছে কিনা তা স্পষ্ট নয়। এবার জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রথম ম্যাচে গাজীপুরকে ৩১, দ্বিতীয় ম্যাচে নড়াইল ৪৩ ও গতকাল মেহেরপুর জেলাকে ২৭ গোলে পরাজিত করে নৌবাহিনী। তাদের গোলের সংখ্যা নোট করতে অ্যাম্পায়ারদের হিমশিম খেতে হচ্ছে। তারকানির্ভর দল গড়েছে নৌবাহিনী। তাই প্রতিপক্ষকে গোলের বন্যা ভাসিয়ে দিতে সমস্যা হচ্ছে না। একের পর এক হ্যাটট্রিক পাচ্ছেন দলের খেলোয়াড়রা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচে হ্যাটট্রিক করেন তিনজন। ফরহাদ আহমেদ শিটুল হ্যাটট্রিকসহ ৫, দ্বীন ইসলামও ৫, রোমান সরকার হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এছাড়া ফজলে রাব্বি ৪, মামুনুর রহমান চয়ন ৩, রিমন কুমার ঘোষ ৩ গোল করলেও টানা গোল না করার হ্যাটট্রিক করতে পারেননি। ইমরান হাসান পিন্টু, কামরুজ্জামান রানা ও কৃষ্ণ কুমার ১টি করে গোল করেন। বাংলাদেশ বিমানবাহিনী ১১-০ গোলে পটুয়াখালী জেলাকে পরাজিত করে। প্রসেনজিত রায় ৪, বিল্লাল হোসেন ৩, কোশিকুর রহমান, আশিক মাহমুদ, সহিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন ১টি করে গোল করেন। নৌবাহিনী ও বিমানবাহিনী কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্য দুই ম্যাচে রাজশাহী বিভাগ ১২-০ গোলে খুলনা ও গাজীপুর ৮-০ গোলে নড়াইল জেলাকে হারায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর