বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

বার্সেলোনায়ও নাদালের দশম

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনায়ও নাদালের দশম

ইনজুরি থেকে ফেরার পর এতটা ছন্দে ছিলেন না রাফায়েল নাদাল কখনই। তবে ধীরে ধীরে তিনি যেন সেই পুরনো রূপটাই ফিরে পাচ্ছেন। গত সপ্তাহে জিতেছেন মন্টি কার্লো মাস্টার্স। সেখানে দশম শিরোপা জিতেছিলেন নাদাল। এবার বার্সেলোনা ওপেনেও জিতলেন দশম। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ৯০ মিনিটের ম্যাচে অস্ট্রিয়ার ডমিনিখ টিমকে ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দেন নাদাল। এই নিয়ে ১০ বার প্রতিযোগিতাটির শিরোপা জিতলেন তিনি। ৩০ বছর বয়সী স্প্যানিশ এই তারকা গত সপ্তাহে ক্যারিয়ারে দশম মন্টে কার্লো মাস্টার্স জেতেন। নাদালই একমাত্র খেলোয়াড় যিনি টেনিসের ওপেন যুগে একই প্রতিযোগিতা ১০ বার জিতেছেন। টানা ১০ ম্যাচ জেতা ক্লে কোর্টের রাজার লক্ষ্য এবার ফরাসি ওপেনের দশম শিরোপা জয়। এ মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। রোঁলা গারোতে এমনিতেই নাদাল ফেবারিট থাকেন সব সময়। মন্টি কার্লো এবং বার্সেলোনা ওপেন জিতে এবার তিনি নিজেকে আরও শক্তিশালী দাবিদার হিসেবে প্রমাণ করলেন।

সর্বশেষ খবর