বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের বর্তমান টিম সর্বকালের সেরা : সাকিব

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশের বর্তমান টিম সর্বকালের সেরা : সাকিব

বাংলাদেশের বর্তমান ক্রিকেট টিম সর্বকালের সেরা বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও শর্ট ফর্মেটে তাদের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মনি স্কোয়ারে একটি প্রোমোশনাল প্রোগ্রামের ফাঁকে সাকিব জানান ‘আমাদের (বাংলাদেশ ক্রিকেট টিম) কয়েকজন ভালো ব্যাটসম্যান রয়েছে, ভালো পেসার ও স্পিনারও রয়েছে। আমি মনে করি যে আমাদের এই দলটা সবচেয়ে সেরা।’ তিনি আরও বলেন ‘আমার কোনো অভিযোগ নেই। আমাদের ক্রিকেট সঠিক পথেই চলছে। গত দুই বছর ধরে আমাদের ক্রিকেট তার প্রমাণও দিয়েছে।’ সম্প্রতি বাংলাদেশ টি-২০ ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব। সেই প্রসঙ্গে তিনি জানান ‘যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জের। এটা নির্ভর করে বিষয়টিকে আপনি কিভাবে নিচ্ছেন। আমরা ক্রমশ ভালো করছি যদিও এই ফর্মেটে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। এই বিভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। আমি যখন একদিনের ক্রিকেটের অধিনায়ক ছিলাম, সে সময়ও আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এরপর থেকে আমরা ধীরে ধীরে জিততে শুরু করলাম। আর এখন নিয়মিতভাবে ম্যাচ জিতছি। তাই টি-২০ ক্রিকেটেও আমরা সেই পর্যায়ে পৌঁছতে চাই।’

তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল)-এ নিয়মিত সুযোগ না পাওয়ায় কোনো ক্ষোভ নেই কলকাতা নাইট রাইডার্সের অন্যতম খেলোয়াড়ের। দশম আইপিএল-এ মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সাকিব। সে প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব বলেন ‘চলতি আসরে আমি দলকে খুব বেশি কিছু দিতে পারিনি। কিন্তু একটা দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স খুব ভালো খেলেছে এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর