শিরোনাম
বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

দেশে ফিরেছেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সাসেক্সে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আইপিএলে অংশ নিতে ভারতে অবস্থান করায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি কার্টার মাস্টার মুস্তাফিজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল রাতে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরেছেন বাঁ-হাতি এই পেসার। আজ তার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা।

আইপিএল প্রথম দুই ম্যাচ মিস করেছিলেন শ্রীলঙ্কা সিরিজে থাকার কারণে। এক সপ্তাহ বিশ্রাম নিয়ে মুস্তাফিজ উড়ে যান ভারতে। পরের দিনই তিনি সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামেন। ২.৪ ওভার বল করে রান দেন ৩৪। কোনো উইকেট পাননি। এরপর থেকেই মুস্তাফিজ মাঠের বাইরে। এদিকে আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান আজ দেশে ফিরছেন। সন্ধ্যায় সেনাকুঞ্জে তার বোনের বিয়ে অনুষ্ঠিত হবে। সেই বিয়েতে যোগ দিয়ে আজ রাতেই তার ইংল্যান্ডে রওনা দেওয়ার কথা। স্ত্রী অসুস্থতার কারণে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হঠাৎ দেশে ফিরে আসেন। তিনিও আজ ঢাকা ছাড়তে পারেন। আগের আসরগুলোতে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সাকিব নিয়মিত খেললেও এবার ম্যাচ খেলেন একটি। কি কারণে বিশ্বসেরা অলরাউন্ডারকে মাঠে নামানো হয়নি সেই ব্যাপারে নীরব রয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

মুস্তাফিজ ও সাকিবকে দেখা যাচ্ছে না বলে এবার আইপিএল নিয়ে বাংলাদেশের দর্শকদের তেমন আগ্রহ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর