বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

ফের ৯৯ রানের আক্ষেপ মিসবাহর

ক্রীড়া ডেস্ক

এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে। টানা দুই টেস্টে ১ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত। হ্যাঁ, পাকিস্তানের মিসবাহ-উল-হক। কিংস্টনে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত থাকার পর ব্রিজটাউনে আর একটি ৯৯ সঙ্গী হলো অভিজ্ঞ এই ক্রিকেটারের। আগের দিনের শেষে ৬ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে মঙ্গলবার লড়তে থাকেন আজহার ও মিসবাহ। দুজন মিলে ৯৮ রানের জুটি গড়ে দলের বিপর্যয় কাটান। ওপেনার আজহার আলি তুলে নেন ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি। সেঞ্চুরির পর এই ব্যাটসম্যান উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। ১০৫ রান করে সাজঘরে ফেরত যান। আজহারের বিদায়ের পর হাল ধরেন মিসবাহ। আগের টেস্টে ৯৯ রানে অপরাজিত থাকলেও এবার আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডারের বলে হোপকে ক্যাচ দিয়ে বিদায় নেন।

 সিরিজে প্রথম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে জায়গা করে নিয়েছিলেন বয়কট, স্টিভ ওয়াহ, অ্যালেক্স ট্যুডর, শন পোলক, হলদের তালিকায়। এবার নিজেই ৯৯ রানের হতাশার রেকর্ড গড়লেন মিসবাহ। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিনবার ৯৯ রানে আটকে যাওয়ায় হতাশায় ডুবতে হলো পাকিস্তানি এই ব্যাটসম্যানকে।

সর্বশেষ খবর