শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

শক্তিশালী দল গড়ল বসুন্ধরা কিংস

১৩ মে দলবদলের কাজ সম্পন্ন করবে। তার আগেই ঘর গুছিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

শক্তিশালী দল গড়ল বসুন্ধরা কিংস

অভিজ্ঞ ফুটবলার কাঞ্চনের হাতে চেক তুলে দিচ্ছেন বসুন্ধরা কিংসের উপদেষ্টা ইমরুল হাসান

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে। বাফুফে সবকিছু পরীক্ষা-নিরীক্ষার পর এই ক্লাবকে পেশাদার দ্বিতীয় স্তরের লিগ খেলার অনুমতি দিয়েছে। অভিষেকেই চমক দেখাতে চায় বসুন্ধরা কিংস। ১৩ মে তারা দলবদলের কাজ সম্পন্ন করবে। তার আগেই ঘর গুছিয়ে নিয়েছে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া সম্মেলন কক্ষে ফুটবলারদের হাতে চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ( ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ইমরুল হাসান। তিনি এই ক্লাবেরও উপদেষ্টা। এ সময়ে ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোপা জেতার লক্ষ্যে শক্তিশালী দলই গড়েছে বসুন্ধরা কিংস। জাতীয় দলের এক সময় মাঠ কাঁপানো স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন দলকে নেতৃত্ব দেবেন। রিপন বিশ্বাস ও বাদশার মতো অভিজ্ঞ ফুটবলারও রয়েছেন। গত বছর উত্তর বারিধারার পক্ষে পেশাদার লিগ খেলা জাবেদ, মামুন, রকিকে নেওয়া হয়েছে। ইয়ংমেন্স ফকিরেরপুলের ফারুক, নৌবাহিনীর শাকিল ছাড়া বসুন্ধরা কিংসে খেলবেন জুম্মন, আপন, সেলিম, তুষার ছাড়া অন্যরা। কোচের দায়িত্বে আছেন মো. আসিফ। সাধারণ সম্পাদক মিনহাজ জানান, যে মানের দল গড়া হয়েছে তাতে শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী। হাম ভেন্যু হিসেব বসুন্ধরা কিংস রংপুর জেলাকে বেছে নিতে পারে।

সর্বশেষ খবর