শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

বিদেশি ফুটবলারদের নিয়ে আশাবাদী মানিক

ক্রীড়া প্রতিবেদক

গেল দুই মৌসুম তারকানির্ভর দল গড়েও শেখ রাসেল ক্রীড়া চক্র ফুটবলে কোনো ট্রফি জিততে পারেনি। এবার তরুণদের প্রাধান্য দিয়েই দল গড়া হয়েছে। আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও। দুইয়ের মিশ্রণে মাঠে ভালো খেলা উপহার দিতে চায় দেশ পরিচিত এই ক্লাব। কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, গতবার যারা দৃষ্টি কেড়েছে তাদেরকে আনা হয়েছে। অনুশীলনে ওরা ভালো করছে। এদের নিয়েই শিরোপার আশা করা যায়। এবার ৫/৬টি দল প্রায় সমমানের দল গড়েছে। মৌসুমের প্রতিটি আসরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই কোনো দলই শিরোপার গ্যারান্টি দিতে পারবে না। মানিক বলেন, টার্গেট অবশ্যই আমাদের শিরোপা। এ জন্য দরকার মাঠে উজার করে খেলা। আমার বিশ্বাস ছেলেরা তা পারবে। চলতি মৌসুমে দুই জন বিদেশি ফুটবলার খেলতে পারবেন। আগে যেখানে চার জন খেলতেন। এ জন্য ক্লাবগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। মানিক বলেন, চ্যালেঞ্জতো অবশ্যই। তারপরও আমি দলের বিদেশি ফুটবলারদের নিয়েও আশাবাদী। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে তিন বিদেশির নাম রেজিস্ট্রেশন করেছি। এরা হলেন গাম্বিয়ার দাউদা ইব্রাহিম, মিসরের আহম্মেদ ও নাইজেরিয়ার এলিটা জুনিয়ার। সেরা একাদশে কোন দুই জন সুযোগ পাবে এটা নির্ভর করবে পারফরম্যান্সের ওপর। সব মিলিয়ে শেখ রাসেল ব্যালেন্সড দল গড়েছে।  

সর্বশেষ খবর