শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে ভারতের নাটক

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে রীতিমতো নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল ঘোষণার নির্ধারিত সময় ২৫ এপ্রিল পার হয়ে গেলেও তারা এখনো দল ঘোষণা করেনি। আইসিসির সঙ্গে মতবিরোধের কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার একটা প্রসন্ন হুমকি দিয়ে রেখেছে বিসিসিআই। মজার বিষয় হচ্ছে, আইসিসি ট্রফিতে ভারতীয় দলের ক্রিকেটাররা কোন জার্সি পরে খেলবেন গতকাল তা উন্মোচনও করা হয়েছে। অথচ বর্তমান চ্যাম্পিয়নরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবে কি নেবে না তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের উদাসীনতা দেখে হস্তক্ষেপ করেছে ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচিত কমিটি। গতকাল বিসিসিআইকে দেওয়া এক চিঠিতে দ্রুত চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার ব্যাপারে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চিঠিতে লেখা আছে, ‘ভারত যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ভারতে নিয়ে আসতে পারে সে জন্য যাবতীয় যা প্রয়োজন তা করতে হবে। ১ জুন থেকে এই টুর্নামেন্ট শুরু হবে।

সর্বশেষ খবর