শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

ফাইনালের পথে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

ফাইনালের পথে ম্যানইউ

গোলের পর ম্যানইউর ইংলিশ স্ট্রাইকার র‌্যাশফোর্ড —এএফপি

উয়েফা ইউরোপা লিগে ম্যানইউর খেলা হয়েছে খুব কমই। বেশিরভাগ সময়ই তারা উয়েফা চ্যামিম্পয়ন্স লিগ খেলায় ব্যস্ত ছিল। এ কারণে ইউরোপা লিগ কখনো জেতাই হয়নি। প্রথমবারের মতো এই শিরোপা জয়ের সুযোগ ধরা দিয়েছে রেড ডেভিলদের কাছে। গত বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর বিপক্ষে উয়েফা ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে এ জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল হোসে মরিনহোর শিষ্যরা। গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে সেমি-ফাইনালে প্রথম লেগে ১৯ বছর বয়সী ইংলিশ তারকা র‌্যাশফোর্ডের গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে ফিরতি ম্যাচ। সে ম্যাচে হার এড়াতে পারলেই নিশ্চিত হবে ফাইনাল। সেখানে তাদের দেখা হতে পারে ডাচ ক্লাব আয়াক্সের সঙ্গে। সেমিফাইনালের প্রথম লেগে আয়াক্স ৪-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে। আলেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর থেকেই ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোনোভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের চেনা ছন্দে ফেরাতে পারছে না তারা। এমনকি চলতি মৌসুমেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ চার দলের বাইরে থাকছে রেড ডেভিলরা। এর ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য ইউরোপা লিগ জয়ের বিকল্প নেই মরিনহোর শিষ্যদের সামনে। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পেয়ে থাকে।

স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর মাঠে ম্যাচের প্রধমার্ধে ম্যানইউর তিনটি খুব ভালো আক্রমণ রুখে দেন গোলরক্ষক সার্জিও আলভারেস। ম্যাচের ৬৭তম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে অবশেষে আলভারেসকে পরাস্থ করেন র‌্যাশফোর্ড। প্রথম লেগে জয়ের পর শিষ্যদের ওপর দারুণ খুশি মরিনহো। ফুটবল লিগ কাপ জয়ের পর এবার ইউরোপা লিগ জিততে পারলে মরিনহোর চাকরিটাও হয়ত ঠিকঠাক থাকবে। উয়েফা ইউরোপা লিগের ফাইনাল আগামী ২৪ মে স্টকহোমে অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর