সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

শিরোপাহীন গার্ডিওলা

ক্রীড়া ডেস্ক

শিরোপাহীন গার্ডিওলা

পেপ গার্ডিওলা একজন ফুটবলার হিসেবে বার্সেলোনা বি টিমে খেলতে শুরু করেছিলেন ১৯৯০-৯১ মৌসুমে। সেবার দ্বিতীয় বিভাগ ফুটবল জিতেছিলেন তিনি। এরপর বার্সেলোনার মূল দলে স্থান নিয়ে জয় করেন লা লিগা, কোপা দেল রে কাপ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা কাপ উইনারস কাপ এবং উয়েফা সুপার কাপ। জাতীয় দলের হয়ে ১৯৯২ সালে জিতেন অলিম্পিক স্বর্ণপদক। খেলোয়াড়ি জীবনের এই সফলতা তিনি ধরে রাখেন কোচিং ক্যারিয়ারেও। ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনা মূল দলের দায়িত্ব নেন তিনি। প্রথম বছরই জয় করেন ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ)। জয়ের এই ধারা আর থামেনি। প্রতি বছরই তিনি কোনো না কোনো শিরোপা জিতেছেন। এই প্রথমবারের মতো শিরোপাহীন থাকচ্ছেন পেপ গার্ডিওলা। ম্যানসিটির দায়িত্ব নিয়েছেন এ বছরই। তবে প্রথম বছরই ব্যর্থ হতে হচ্ছে ইতিহাসের সফলতম এ কোচকে।

চার বছর বার্সেলোনার দায়িত্বে ছিলেন পেপ গার্ডিওলা। এর মধ্যে তিনি ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাসহ মোট ১৪টি শিরোপা জয় করেন। এরপর এক বছর বিরতি (২০১২-১৩) দিয়ে দায়িত্ব নেন বায়ার্ন মিউনিখের। সেখানে তিন বছরের মেয়াদকালে বুন্দেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেন। প্রতি বছরই কোনো না কোনো শিরোপা জয় করেছেন তিনি। এর মধ্যে টানা তিনটা বুন্দেসলিগার শিরোপাও রয়েছে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এসেই ব্যর্থতার মুখ দেখলেন স্প্যানিশ এ কোচ। বর্তমানে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগের তিন নম্বরে অবস্থান করছে। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসিকে টপকে ইংলিশ লিগ জয় করা হচ্ছে না ম্যানসিটির। তাছাড়া এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে তারা আর্সেনালের কাছে হেরে। লিগ কাপের চতুর্থ রাউন্ডে হেরেছে ম্যানইউর কাছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পরাজয় স্বীকার করেছে মোনাকোর কাছে। সবমিলিয়ে একটা ব্যর্থ মৌসুম কাটালেন পেপ গার্ডিওলা। অবশ্য নিজে ব্যর্থ হলেও প্রতিদ্বন্দ্বী কোচ হোসে মরিনহোকে সম্ভাব্য সফলতার জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি। পেপ গার্ডিওলা চান উয়েফা ইউরোপা লিগ জয় করুক ম্যানইউ।

গার্ডিওলার যত শিরোপা

মৌসুম               শিরোপা

২০০৮-০৯    লা লিগা, কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০০৯-১০    লা লিগা, স্প্যানিশ সুপারকাপ, উয়েফা সুপারকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ

২০১০-১১    লা লিগা, স্প্যানিশ সুপারকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ,

২০১১-১২    কোপা দেল রে, স্প্যানিশ সুপারকাপ, উয়েফা সুপারকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ

২০১৩-১৪*   বুন্দেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপারকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ

২০১৪-১৫    বুন্দেসলিগা

২০১৫-১৬    বুন্দেসলিগা, জার্মান কাপ

* ২০১২-১৩ মৌসুমে কোন দলের কোচ ছিলেন না গার্ডিওলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর