মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

অবশেষে মোহামেডানে যোগ দিলেন নাইমুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে মোহামেডানে যোগ দিলেন নাইমুদ্দিন

মোহামেডানের অনুশীলনে কোচ নাইমুদ্দিন

অবশেষে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ফুটবল দলের কোচের দায়িত্ব নিলেন সৈয়দ নাইমুদ্দিন। প্রথমে সেন্টুকে নিয়োগ দিলেও হঠাৎ করে মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ঘোষণা দেন নতুন মৌসুমে কোচের দায়িত্ব পালন করবেন নাইমুদ্দিন। ঘোষণা এলেও দেখা মিলছিল না ভারতীয় এই অভিজ্ঞ কোচের। তাই সংশয় দেখা দিয়েছিল নাইমুদ্দিন ঢাকায় আসবেন কিনা। শেষ পর্যন্ত সেই সংশয় কেটে গেছে। রবিবার রাতে নাইমুদ্দিন ঢাকায় এসেছেন। এর মধ্যে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরে ফেলেছেন তিনি।

অনেকদিন পর ফুটবলে শক্তিশালী দল গড়েছে মোহামেডান। অনেক ক্লাবই অনুশীলন শুরুর পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। সাদা-কালোদের প্রস্তুতিটা সেভাবে চোখে পড়ছিল না। নাইমুদ্দিন আসায় এখন পুরোদমে প্রস্তুতি শুরু করে দেবে মোহামেডান। আশি দশকে ভারতীয় এই জনপ্রিয় ফুটবলার ক্যারিয়ারে ইতি টানলেও কোচের দায়িত্ব পালন করেন ভারতের বিভিন্ন ক্লাবে। ছয় মৌসুম ঢাকা ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব পালন করেন। দলকে এনে দেন বেশ কটি ট্রফি। ২০০৬ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচও ছিলেন তিনি। এবার গত ৭৩ বয়সী এই কোচ ঐতিহ্যবাহী মোহামেডানের দায়িত্ব পালন করবেন। ২০০২ সালে শেষবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয় মোহামেডান। পেশাদার লিগে অপরাজিত রানার্সআপ হলেও শিরোপা জেতাটা স্বপ্নে পরিণত হয়েছে। গত লিগে অবস্থান ছিল ১০-এ। বলা যায় কোনোভাবে রেলিগেশন রক্ষা করে। এবার ঘুরে দাঁড়াতে চায় মোহামেডান। দেখা যাক নাইমুদ্দিন কোচ হিসেবে সাফল্য এনে দিতে পারেন কিনা।

সর্বশেষ খবর