বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

এবার অ্যাটলেটিকোর মাঠে রিয়াল

ক্রীড়া ডেস্ক

এবার অ্যাটলেটিকোর মাঠে রিয়াল

অনুশীলনে রোনালদো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের পরই মূলত জিনেদিন জিদানের শিষ্যরা ফাইনাল প্রায় নিশ্চিত করে নিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ আজ নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে দ্বিতীয় লেগের ম্যাচে। তবে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ‘মিশন ইম্পসিবল’ই।

প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল জিদানের শিষ্যরা। দ্বিতীয় লেগেও কী এমন কিছুই করতে যাচ্ছেন রোনালদো! নাকি অ্যাটলেটিকো পারবে রিয়ালের মতো কঠিন প্রতিপক্ষকে টপকে ফাইনাল নিশ্চিত করতে! দিয়েগো সিমিওনে শিষ্যদের শিখিয়েছেন, নিজের ওপর কখনো বিশ্বাস হারাতে নেই। এটা অ্যাটলেটিকোর মোটোতে পরিণত হয়েছে এরই মধ্যে। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে মিশনটা সত্যিই খুব কঠিন হয়ে যাবে গ্রিজম্যানদের জন্য। এদিকে আজ জিতলে রিয়াল মাদ্রিদের সামনে দারুণ এক রেকর্ড গড়ার সুযোগ আসবে। টানা দুবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি কোনো দলই। রিয়াল মাদ্রিদ কী এই রেকর্ডটা নিজেদের করে নিতে পারবে! অ্যাটলেটিকোর সামনে ছিল প্রতিশোধের মিশন। বার বার রিয়ালের কাছে হেরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাবঞ্চিত হচ্ছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। গতবারও ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়েছিল রিয়াল। জিনেদিন জিদান দারুণ আশাবাদী। মৌসুমজুড়েই তার দল দারুণ খেলেছে। ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন দুর্দান্ত ফর্মে। কেবল রোনালদো কেন, আলভারো মোরাতা, করিম বেনজেমা, জেমস রদ্রিগেজরাও কম ছন্দে নেই। দ্বিতীয় সারির দলটার ওপরও এখন নিশ্চিন্তে নির্ভর করতে পারেন জিনেদিন জিদান। অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে গেলে ১২ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে পারবে রিয়াল মাদ্রিদ। নিজের অবস্থান ধরে রাখার জন্যও চ্যাম্পিয়ন্স লিগ জয় করা প্রয়োজন জিদানের। পুরো মৌসুম ভালো করলেও লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে ব্যর্থ হলে রিয়াল মাদ্রিদের ভালো খেলার মূল্যায়ন হবে কমই।

সর্বশেষ খবর