শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল

প্রতিশোধ নেওয়ার সুযোগ এলো জুভেন্টাসের সামনে। ১৯৯৭-৯৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মিয়াটোভিচের একমাত্র গোলে জুভেন্টাসকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আবারও দেখা হচ্ছে দুই পুরনো প্রতিপক্ষের। গত বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজিত হলেও প্রথম লেগের জয়ে (৩-০) ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আগেই মোনাকোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল জুভেন্টাস। অ্যাটলেটিকো মাদ্রিদ ভিসেন্ট ক্যালডেরনে রিয়াল মাদ্রিদকে চমকেই দিয়েছিল। ম্যাচের শুরুতেই দুর্দান্ত আঘাত হানে তারা। সাউলের ১২ মিনিটের গোলে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। গ্রিজম্যান ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করলে আরও একবার ফাইনাল খেলার আশা জেগে উঠে অ্যাটলেটিকো ভক্তদের মনে। তবে ইসকোর ৪২ মিনিটের গোল অ্যাটলেটিকোর স্বপ্ন শেষ করে দেয়। ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই শেষ হয়। অ্যাটলেটিকো জিতলেও রিয়াল মাদ্রিদই ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করে। অবশ্য টানা জয়ের ধারায় ছেদ পড়েছে রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কেবল জুভেন্টাসই অপরাজিত থাকল। ৩ জুনের ফাইনালে জয়ী হতে যাচ্ছে কারা! অপরাজিত জুভেন্টাস! নাকি আরও একবার ওল্ড লেডিদের পরাজয়ের লজ্জা উপহার  দেবে রিয়াল মাদ্রিদ! জিনেদিন জিদানের মতে, ফাইনালে রিয়াল মাদ্রিদ ফেবারিট নয়। জুভেন্টাসকেই তিনি ফেবারিট মানছেন। অন্যদিকে ৩৯ বছরের ইতালিয়ান অধিনায়ক বুফন শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ পেয়েছেন। দানি আলভেজ স্বপ্ন দেখাছেন জুভেন্টাস ভক্তদের।

সর্বশেষ খবর