সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৯

ত্রি-দেশীয় ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও গতকাল মাঠে গড়িয়েছে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। ডাবলিনে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। রনচি আর লাথাম শুরুটা ভালোই করেছিলেন নিউজিল্যান্ডের হয়ে। তবে কিউইদের রানের গতি কমে যায় মাঝখানে। রনচি ৩৭ আর লাথাম ১৫ রানে আউট হলে দলের হাল ধরেন ওয়ার্কার ও রস টেইলর। দুজনই হাফ সেঞ্চুরি করেন। ওয়ার্কার ৫০ রানে ও টেইলর ৫২ রানে আউট হন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন নেইল ব্রুম। ইনিংসের একমাত্র ছক্কাও আসে তার ব্যাট থেকে। এছাড়া নিশাম ৩০ রান করেন। আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মুরটাগ ও ম্যাকার্থি। দুজনেই দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন ও’ব্রেইন ও চেইস।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ইনিংস : ২৮৯/৭, ৫০ ওভার (ব্রুম ৭৯, টেইলর ৫২

ওয়ার্কার ৫০, ম্যাকার্থি ২/৫৯, মুরটাগ ২/৬২ (অসমাপ্ত)

সর্বশেষ খবর