মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

শেষ নাটকের অপেক্ষা

নেইমার-রোনালদোর রাত

ক্রীড়া ডেস্ক

শেষ নাটকের অপেক্ষা

জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ টানা চারটা ফাইনালের প্রস্তুতি নিয়েছে বেশ ভালোভাবেই। এর মধ্যে প্রথম ফাইনালটা তারা সেভিয়ার বিপক্ষে জয় করেছে ৪-১ ব্যবধানে। দুটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ছাড়াও একটি করে গোল করেছেন ন্যাচো ও টনি ক্রুজ। এই ফাইনাল জয়ের পর সেল্টা ভিগো আর মালাগার বিপক্ষে লা লিগায় দুইটা এবং জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে একটা ফাইনাল খেলতে হবে লস ব্ল্যাঙ্কোসদের। এর মধ্যে জিততে হবে সবকটাই। রিয়াল মাদ্রিদের এ ধারাবাহিক জয়ে বার্সেলোনার লা লিগা জয়ের আশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। অবশ্য কাতালানরাও জিতে চলেছে। গত রবিবার বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে লা পালমাসকে। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সুয়ারেজ করেছেন এক গোল। দুই দলের এই জয়যাত্রা চলতে থাকলে শেষ পর্যন্ত বিজয়ী হবে রিয়াল মাদ্রিদই। তাদের হাতে একটা ম্যাচ বেশি আছে। তবে ভক্তদের শেষ নাটকের অপেক্ষায় থাকতে হচ্ছে। লা লিগায় গত রবিবারের জয়ে ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৮৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। গত রবিবার জয়ের পর রিয়াল কোচ জিদান শিষ্যদের নিয়ে সন্তুষ্ট। চলতি মৌসুমে দুইটা শিরোপা জয়ের সুযোগ তার সামনে। অন্যদিকে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত রিয়ালের ওপর চাপ দিয়ে যাবে বার্সেলোনা।

একই কথা লুইস সুয়ারেজের মুখেও। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘লা লিগার শিরোপা এখন নির্ভর করছে রিয়াল মাদ্রিদের বুধবার ও রবিবারের ম্যাচের ওপর। রিয়াল চ্যাম্পিয়ন হবে নাকি বার্সা চমক দেখাবে— সেটাই এখন অপেক্ষা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর