বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

মাশরাফির সামনে এবার অন্য নিউজিল্যান্ড

ত্রি-দেশীয় ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফির সামনে এবার অন্য নিউজিল্যান্ড

টানা দুবছর ভালো খেলার পরও ২০১৬ সালের শেষ দিনটি ছিল মাশরাফি বিন মর্তুজার কাছে দুঃস্বপ্নময়! নিউজিল্যান্ডের স্যাক্সটন ওভালে স্বাগতিকদের কাছে প্রথমবারের মতো তার নেতৃত্বে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে তিনি নিজেও পড়েছিলেন ইনজুরিতে। মাঠের বাইরে থাকতে হয়েছিল তিন মাস।

মাশরাফি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে ক্রিকেটে একের পর এক সাফল্য আসতে থাকে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট পায় টাইগাররা। তারপর ঘরের মাঠে একে একে বাংলাদেশ সিরিজে হারায় ক্রিকেট পরাশক্তি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও অসাধারণ খেলেছিল মাশরাফির দল। কিন্তু নিউজিল্যান্ডে গিয়েই মাশরাফির দল হয়ে যায় বিবর্ণ।  নেলসনের সেই ম্যাচে ইনজুরির কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল টাইগার ক্যাপ্টেনকে। আজ আবার সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছেন মাশরাফি। অবশ্য ‘সেই’ নিউজিল্যান্ড বললে ভুল হবে! এটা ‘অন্য’ এক নিউজিল্যান্ড দল। যে দলে নিয়মিত একাদশের বেশির ভাগ ক্রিকেটারই অনুপস্থিত। দলে নেই কোরি অ্যান্ডারসন, কেন উইলিয়ামসন, ট্রেন্ড বোল্ট, টিম সাউদির মতো তারকা ক্রিকেটার। তাতে কি দলের নাম নিউজিল্যান্ড তো! সে কারণেই হয়তো মাঠে নামার সময় প্রতিশোধের কথাটাই মাথার মধ্যে ঘুরপাক খাবে মাশরাফির। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি টাইগার ক্যাপ্টেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। সে কারণেই আগের ম্যাচে তিনি খেলতে পারেননি। মাশরাফির পরিবর্তে দলের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। আজ আবার নেতৃত্বে ফিরছেন নড়াইল এক্সপ্রেস। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের একটি পরিবর্তন আসবে। মাশরাফিকে জায়গা করে দিতে বাদ পড়তে হবে এক পেসারকে। মুস্তাফিজকে তো বাদ দেওয়ার উপায় নেই। সে ক্ষেত্রে তাসকিন কিংবা রুবেলের মধ্যে একজনকে বসে থাকতে হবে। নিউজিল্যান্ড দলে নিয়মিত একাদশের অধিকাংশ ক্রিকেটার না থাকলেও আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। সে কারণেই আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই। বরং সতর্ক হয়েই মাঠে নামবে বাংলাদেশ।

সর্বশেষ খবর