বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

রিয়ালের শেষ পরীক্ষা!

ক্রীড়া ডেস্ক

রিয়ালের শেষ পরীক্ষা!

গত কয়েক বছরে সেল্টা ভিগো নিজেদের ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত করেছে স্প্যানিশ ফুটবলে। চলতি মৌসুমেই তারা বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়েছে। রিয়াল মাদ্রিদকেও হারিয়েছে কোপা দেল কাপের কোয়ার্টার ফাইনালে। সবমিলিয়ে আজ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হওয়ার জন্য কঠোর প্রস্তুতিই প্রয়োজন রিয়াল মাদ্রিদের। অবশ্য জিনেদিন জিদানের শিষ্যদের সেই প্রস্তুতি আছে ভালোই। গত ম্যাচে তারা সেভিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দারুণ ছন্দে। লা লিগার শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করছে রিয়াল মাদ্রিদ। এ কারণে আজ সেল্টা ভিগোর বিপক্ষে জিদানের শিষ্যদেরই জয়ের সম্ভাবনা প্রবল। তবে কে জানে, পচা শামুকে পা কাটে কি না লস ব্ল্যাঙ্কোসদের! লা লিগায় ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৮৭ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আজ জিতলে বার্সেলোনার সমান ম্যাচ খেলে তিন পয়েন্টে এগিয়ে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। এর অর্থই হলো, লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত করে নেবে রিয়াল মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর