বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

ফাইনালে ওঠার লড়াই আজ

জাতীয় হকি প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন জাতীয় হকি প্রতিযোগিতায় আজ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা শিক্ষা বোর্ড। বিকাল ৪টায় ঢাকা জেলা ও বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে। কোয়ার্টার পর্বে নৌবাহিনী ৩-০ গোলে সেনাবাহিনীকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে সাডেন ডেথে ঢাকা জেলা জয়লাভ করে ঢাকা শিক্ষা বোর্ডের বিপক্ষে। নির্ধারিত সময় ম্যাচ ২-২ গোলে ড্র ছিল। ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। সেমিফাইনালে পরাজিত দুই দল এদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। প্রায় দুই বছর পর এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। ক্রীড়ামোদীরা এতে সন্তুষ্ট হলেও টুর্নামেন্টের প্রথম দিকে গোলের ছড়াছড়ি দেখে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা বিস্ময় প্রকাশ করেন। একেবারে দুর্বল দল হওয়ায় বিপক্ষের বিরুদ্ধে নৌবাহিনী ও সেনাবাহিনী গোল উৎসবে মেতেছিল। প্রথম তিন ম্যাচে নৌবাহিনী ১০১ ও সেনাবাহিনী ৯০ গোল করে। এখন আবার প্রতিটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কমে এসেছে গোলের সংখ্যা। যোগ্য চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কারা ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর