বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

লিটনের সেঞ্চুরিতে আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক

লিটনের সেঞ্চুরিতে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন আবাহনী আবারও বড় জয় পেয়েছে। গতকাল বিকেএসপি ৪ নম্বর মাঠে ৪৯ রানে তারা পরাজিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। টসে জিতে ব্যাট করতে নেমে আবাহনী ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে অলআউট হয়ে যায়। উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ১৩৬ রান করেন। ১০১ বলে ২০ চার ও ৩ ওভার বাউন্ডারির সহায়তায় তিনি এই ইনিংস খেলেন। লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সাদমান ইসলাম ৮৫ রান করেন। উদ্বোধনী জুটিতেই ২০৭ রান উঠে আসে। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রূপগঞ্জ। অধিনায়ক নাঈম ইসলাম অনবদ্য সেঞ্চুরি করলেও নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান তুলে। নাঈম ১২৩ করে আউট হন। এদিকে প্রাইম দোলেশ্বর ১০ উইকেটে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে পরাজিত করে। খেলাঘর ৪৫.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। অসিত মজুমদার সর্বোচ্চ ৭৩ রান করেন। আরাফাত সানি ১৪, ডিসিলভা ২৯ রানে ৩টি করে উইকেট ভাগাভাগি করেন। প্রাইম দোলেশ্বর ৩৩.১ ওভারে বিনা ইউকেটে ১৮১ রান তুলে নেয়। ইমতিয়াজ হোসেন ৯৯ বলে ১০৭ রান করেন। বিকেএসপি ৩ নম্বর মাঠে ম্যাচটি ছিল উপভোগ্য। পারটেক্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রান তুলে। ইরফান ৯৫, সাজ্জাদুল ৭৫ রান করেন। পরে ভিক্টোরিয়া ৩ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অরুন কার্তিক ৮৯, রুবেল মিয়া ৭৩ রান করেন।

সর্বশেষ খবর