শিরোনাম
শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

এক পয়েন্টের অপেক্ষায় রিয়াল

ক্রীড়া ডেস্ক

এক পয়েন্টের অপেক্ষায় রিয়াল

গোলের পর রোনালদো

কোপা দেল রেতে রিয়ালকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দিয়েছিল সেল্টা। তাই পরশু রাতের ম্যাচের আগে অনেকেই সংশয়াচ্ছন্ন ছিলেন। কিন্তু রোনালদো সেসব সংশয়বাদীদের পাত্তাই দেননি। মাঠের লড়াইয়ে পাত্তা দেননি সেল্টাকে। জোড়া গোল করেন এবং তার সতীর্থ করিম বেনজেমা ও টনি ক্রুস আরও দুই গোল করে শিরোপা জয়ের জন্য এক পয়েন্টের অপেক্ষায় রাখল রিয়ালকে। যাদের কাছে হেরে ট্রেবলের স্বপ্ন ভেঙেছিল সেই সেল্টা ভিগোকে হারিয়ে ডাবলের পথে আরেকটু এগিয়েছে রিয়াল মাদ্রিদ। লিগের শেষ ৮ ম্যাচের ৭টিতে হেরেছে সেল্টা। এর মধ্যে টানা হার পাঁচটি। এমন অভিজ্ঞতা নিয়েই নিজেদের মাঠে আতিথেয়তা দেয় শিরোপা জয়ের অন্যতম দাবিদার রিয়ালকে। ১০ মিনিটে এগিয়ে যায় রিয়াল রোনালদোর গোলে। ইসকোর বাড়ানো বল ধরে বুলেট গতির শট নেন রোনালদো এবং শট তার ঠিকানা খুঁজে নেয় (১-০)। এগিয়ে যাওয়ার খেলার গতি বাড়িয়ে দেয় জিদানের শিষ্যরা। বিপরীতে সেল্টা খেলতে থাকে কাউন্টার অ্যাটাক-নির্ভর ফুটবল। ৩৪ মিনিটে সেল্টার সমতায় ফেরার সুযোগ নষ্ট করে দেন রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস দুর্দান্ত ফ্রি-কিক ঠেকিয়ে। বিরতির বাঁশি বাজার তিন মিনিট আগে রেফারি পেনাল্টি এড়িয়ে গেলে ফের হতাশ হতে হয় সেল্টাকে। প্রথমার্ধের রোনালদোর গোল নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো ম্যাচের দ্বিতীয়  গোল করে উৎসবে ভাসান দলকে (২-০)। একই সঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক। পর্তুগিজ স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৩৬৮। আগের রেকর্ড ছিল ইংলিশ স্ট্রাইকার জিমি গ্রিভসের, ৩৬৭টি। ৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সেল্টা। টানা দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আসপাস। ৬৯ মিনিটে ব্যবধান কমান সেল্টার জন গিডেত্তি (২-১)। ৭১ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মার্সেলোর কাছ থেকে বল পেয়ে গোল করেন করিম বেনজেমা (৩-১)।  চার মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন রোনালদো। ম্যাচের শেষ বাশি বাজার দুই মিনিট আগে ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন টনি ক্রুস (৪-১)।

সর্বশেষ খবর