বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

সুপার লিগ মাঠে গড়াচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

সুপার লিগ মাঠে গড়াচ্ছে আজ

সুপার লিগ খেলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে শেষ রাউন্ডে জিততেই হতো। প্রতিপক্ষ মোহামেডানের পর্বতসমান ৩৩৯ রান টপকে সবার শেষ দল হিসেবে শেখ জামাল জায়গা করে নেয় সুপার লিগে। আজ মাঠে গড়াচ্ছে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ। উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গাজী গ্রুপের প্রতিপক্ষ মোহামেডান। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনী-প্রাইম ব্যাংক ও ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা রেসে টিকে আছে মূলত চারটি দল গাজী, আবাহনী, প্রাইম ব্যাংক  ও প্রাইম দোলেশ্বর। টানা পাঁচ ম্যাচ জিতলে শিরোপার সম্ভাবনা থাকবে শেখ জামালের। এজন্য অবশ্য গাজী, আবাহনী, প্রাইম ও দোলেশ্বরকে কমপক্ষে দুটি করে ম্যাচ হারতে হবে। আর মোহামেডানের কোনো সম্ভাবনাই নেই শিরোপা জেতার। শেষ দুই রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স হেরে যাওয়ায় জমে উঠেছে লিগ। যদিও টানা ৯ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গাজী। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা আবাহনী, প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র ২। তাই যে কোনো দল শিরোপা জিততে পারে। টানটান উত্তেজনার এমন সুপার লিগ মিস করছে দেশের তারকা ক্রিকেটারদের। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা সবাই ব্যস্ত আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। তাই তারকা ক্রিকেটারদের ছাড়াই সুপার লিগ খেলছে দলগুলো। তারকা ক্রিকেটাররা না থাকলেও লিগে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতার কমতি নেই। বহু ম্যাচ শেষ হয়েছে শেষ বলে। ১ রানের ব্যবধানেও নির্ধারিত হয়েছে হারজিত। তবে এবারের লিগে সবচেয়ে ভালো দিক ছিল আম্পায়ারিং নিয়ে অভিযোগ ছিল কোনো দলের। অথচ কয়েকদিন আগে দুই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তাল ছিল ক্রিকেটপাড়া।

সুপার লিগ আজ শুরু হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর