বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

জুনেই শুরু হবে হকির ফ্লাড লাইট স্থাপনের কাজ

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে ঢাকায় এশিয়া কাপ হকি। সময় ঘনিয়ে আসছে। এশিয়ান হকি ফেডারেশন শর্ত জুড়ে দিয়েছে ফ্লাড লাইট ছাড়া কোনো অবস্থায় এশিয়া কাপের আয়োজন করা যাবে না। হকি ফেডারেশন অনেক আগে থেকেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু ফ্লাড লাইট নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর। জুন মাস এসে পড়েছে, লাইট লাগানোর কাজ শুরু হবে কবে? অক্টোবরের মধ্যে কি যাবতীয় কাজ সম্পন্ন হয়ে যাবে। ক্রীড়ামোদীদের মধ্যে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস দৃঢ় কণ্ঠে জানান, আমরা বসে নেই। বেশ কটি টেন্ডার পড়েছে। এখন যাচাই-বাছাই চলছে। যারটা পছন্দ হবে তাদের ব্যাংক গ্যারান্টি চাওয়া হবে। সবকিছু হাতে পেলে কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে কি ফ্লাড লাইট লাগানো সম্ভব? অশোক বলেন, না হওয়ার কোনো কারণ দেখছি না। আশা করি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হকির ফ্লাড লাইট স্থাপনের কাজ শুরু হবে। আগস্টের মধ্যে তা শেষ করা হবে। সুতরাং ঢাকায় এশিয়া কাপ নিয়ে সংশয়ের কিছু দেখছি না। এর আগে ১৯৮৫ সালে তৎকালীন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হয়। তাতে ব্যাপক সাড়া পড়েছিল। পাকিস্তান ভারত ফাইনালে গ্যালারি ভরে যায়। স্টেডিয়ামের বাইরেও ছিল হাজার হাজার দর্শকের ভিড়। ৩২ বছর পর ঢাকায় ফের এশিয়া কাপ হবে। হকি ফেডারেশন আশা করছে আসর ঘিরে এবারও ক্রীড়াঙ্গনে সাড়া পড়বে।

সর্বশেষ খবর