শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭ ০০:০০ টা

আবাহনীর জয় গাজীর হার

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগ দারুণ জমে উঠেছে। গতকাল সুপার লিগে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী বড় জয় পেয়েছে। অন্যদিকে প্রথম পর্বে শীর্ষে থাকা গাজী গ্রুপ হেরে গেছে। আরেক ফেবারিট প্রাইম দোলেশ্বরও মূল্যবান জয় পেয়েছে। বিকেএসপি ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের বোলারদের কোণঠাসা করে রাখে। দুর্দান্ত ব্যাটিংয়ে ফর্মে থাকা লিটন কুমার কালও চমকপ্রদ নৈপুণ্য প্রদর্শন করেন। ৭৩ বলে ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৮৬ রান করেন নাজমুল হোসেন ৬৫, মিথুন ৬০, শরিফ হোসেন উল্লেখ করার মতো ৪৬ রান তোলেন। ৪৭ ওভারে আবাহনীর রান দাঁড়ায় ৩২১। আল আমিন, আরিফুল ২টি করে উইকেট পান। ৩৩৪ রানের টার্গেটে খেলতে নেমে প্রাইম  ব্যাংক ৪৩.৩ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যান। জাকির হোসেন সর্বোচ্চ ৫৫ রান করেন। আবাহনীর মান্নান শর্মা ৫৪ রানে ৩ উইকেট পান। ডার্ক লুইস পদ্ধতিতে আবাহনী ৬০ রানে জিতে যায়। এবার লিগে দুর্দান্ত খেলছিল গাজী। এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। গতকাল ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগে প্রথম ম্যাচে তারা ঢাকা মোহামেডানের কাছে ৭ রানে হেরে যায়। প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৪ রান করে। রনি তালুকদার ৯২, শামসুর রহমান ৭৪, নাজমুল মিনা ৪৭ রান করেন। গাজীর শাহজাদা, আবু হায়দার ২টি করে উইকেট পান। দুর্দান্ত শুরু করলেও গাজী শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩১৭ রান সংগ্রহ করে। মুনায়েম শাহরিয়ার ৮৮, সোহরাওয়ার্দী শুভ ৫৭ রান করেন। কামরুল ইসলাম রাব্বি, বিপুল শর্মা, সাজেদুল ২টি করে উইকেট পান। বিকেএসপি ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ডার্ক লুইস পদ্ধতিতে ৪০ রানে প্রাইম দোলেশ্বরের কাছে হেরে যায়। দোলেশ্বর প্রথমে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান তোলে। ইমতিয়াজ হোসেন ১০৯ বলে ১২৮ রান করে সেঞ্চুরির কৃতিত্ব পান। শেখ জামালের তানভীর হায়দার ২ উইকেট পান। শেখ জামাল পরে ৪২.২ ওভারে ২৫১ রানে  অলআউট হয়ে যায়। তানভীর হায়দার  সর্বোচ্চ ৪৬ রান করেন। আবাহনী, গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বর তিন দলেরই পয়েন্ট এখন ১৮।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর