শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

জমে উঠেছে শিরোপার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

জমে উঠেছে শিরোপার লড়াই

ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা লড়াই জমে উঠেছে। টানা জয়ে এক সময় মনে হচ্ছিল গাজী গ্রুপ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কিন্তু লিগের প্রথম পর্বে শেষ দুই ও সুপার লিগে প্রথম ম্যাচ হেরে তারা এককভাবে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি। গাজী, আবাহনী, প্রাইম দোলেশ্বর সমানভাবে ৯ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। শেষ পর্যন্ত কে যে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে জাতীয় দলের খেলোয়াড়রা ইংল্যান্ডে। তাদের ছাড়াই দলগুলো লিগ খেলছে। তবে আকর্ষণ কমেনি। বরং শেষ মুহূর্তে এসে লিগের উত্তেজনা বেড়েই চলেছে।

গাজী গ্রুপ, প্রাইম দোলেশ্বর, ঢাকা আবাহনী, প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা মোহামেডান সুপার লিগে উঠেছে। সুপার লিগের প্রথম খেলায় গাজী হেরে যায় মোহামেডানের কাছে। প্রাইম দোলেশ্বর হারায় শেখ জামালকে। অন্যদিকে আবাহনী বড় ব্যবধানে জিতে যায় প্রাইম ব্যাংকের বিপক্ষে। আজ ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী মুখোমুখি হবে শেখ জামালের বিপক্ষে। বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে। বিকেএসপি মাঠে ৩ নম্বর মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান লড়বে। পাঁচ ম্যাচ হেরে মোহামেডানের শিরোপার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মর্যাদাপূর্ণ লড়াই বলে নিশ্চয় মোহামেডান জ্বলে ওঠার চেষ্টা চালাবে। প্রথম পর্বে তিন সেঞ্চুরির ম্যাচে দারুণ লড়াই করে হেরে যায় মোহামেডান। আজ নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবে। অন্যদিকে শিরোপার পথে এগিয়ে যেতে আবাহনী জিততে মরিয়া হয়ে লড়বে। যদিও প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে বিতর্ক উঠছে। তবে আপাত দৃষ্টিতে আবাহনীকেই সবচেয়ে ব্যালেন্সড দল মনে হচ্ছে। ব্যাট ও বলে সমানভাবে দক্ষতার স্বাক্ষর রাখছে। সুতরাং এবার লিগ জেতার উজ্জ্বল সম্ভাবনা আছে ধানমন্ডি পাড়ার দলটির। এখন যে অবস্থা গাজী, আবাহনী বা প্রাইম দোলেশ্বর ম্যাচ হারা মানে শিরোপা থেকে পিছিয়ে যাওয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর