শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

বাফুফেকে আট ক্লাবের আলটিমেটাম

ক্রীড়া প্রতিবেদক

বাফুফেকে আট ক্লাবের আলটিমেটাম

বাফুফেকে আট ক্লাব আলটিমেটাম দিয়েছে। গতকাল স্থানীয় একটি হোটেলে এসব ক্লাবের প্রতিনিধিরা এক বৈঠকে মিলিত হন। সেখানে বেশকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ মের মধ্যে গত মৌসুমের সব বকেয়া বুঝিয়ে দিতে হবে ক্লাবগুলোকে। বাফুফে ক্লাবগুলোকে নিয়ে কোনো বৈঠক ডাকলে তা ৭২ ঘণ্টা আগে জানাতে হবে। এবারে অংশগ্রহণ মানি ৫০ লাখ টাকা দিতে হবে। প্রথম লেগে ২৫ ও সেকেন্ড উইন্ডোর মধ্যে বাকি ২৫ লাখ টাকা শোধ করতে হবে। কোনো কারণে লিগ শেষ হতে দেরি হলে ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে ফেডারেশনকে।

ঢাকার বাইরে যেসব ভেন্যুতে পেশাদার লিগ হবে সেখানকার মাঠ ও আবাসিক ব্যবস্থা মানসম্পন্ন হতে হবে। এবারে লিগ চ্যাম্পিয়ন ৩০, রানার্স আপ ২০, তৃতীয় স্থান দলকে ১০ লাখ টাকার নগদ অর্থের পুরস্কার দিতে হবে। বৈঠকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে মনজুর কাদের, চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন, শাকিল মাহমুদ, ব্রাদার্স ইউনিয়নের আমের খান, আরামবাগের এ কে এম মুমিনুল হক সাইদ, ঢাকা মোহামেডানের লোকমান হোসেন ভূঁইয়া, সাইফ স্পোর্টিং ক্লাবের ইঞ্জিনিয়ার এন নাসির চৌধুরী। বৈঠকে উপস্থিত না থাকলেও মুক্তিযোদ্ধার আবদুল মান্নান মজুমদার ও টিম বিজেএমসির সালেহ্ উদ্দিন এসব দাবি দাওয়ার প্রতি টেলিফোনে সমর্থন জানিয়েছেন। জানা গেছে, ২/৩ দিনের মধ্যে চিঠি আকারে এই আলটিমেটাম বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর হাতে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ খবর