শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

আবাহনী-মোহামেডান ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-মোহামেডান ম্যাচ আজ

আবাহনীর ভরসা লিটন দাস

পুরোপুরি জমে উঠেছে প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা লড়াই। সুপার লিগে ছয় দল খেলছে। তবে প্রথম রাউন্ড শেষে শিরোপা রেসে টিকে আছে তিন দল আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। এদের পয়েন্টও সমান— ১৮। আজ দ্বিতীয় রাউন্ড শেষে পরিষ্কার হয়ে যাবে শিরোপা জিতবে কোন দল। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে গাজী গ্রুপের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গাজীর ১৮ পয়েন্টের বিপক্ষে শেখ জামালের ১৪। বিকেএসপি-৩ নম্বর মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর ম্যাচ। শুরুতে ফিকশ্চার অনুযায়ী এক দিন পরপর রাখা হয়েছিল ম্যাচ। কিন্তু প্রচণ্ড গরমের কারণে ম্যাচপ্রতি বিরতি দুই দিন। তাই সুপার লিগের প্রথম রাউন্ডের দুই দিন বিরতি শেষে আজ দ্বিতীয় রাউন্ডের খেলা।

সুপার লিগের প্রথম ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস মেথডে প্রাইম দোলেশ্বরের কাছে ৪০ রানে হেরেছিল শেখ জামাল। ওই হারে শিরোপা এখন অনেক দূরে সরে গেছে। আজ যদি গাজীর বিপক্ষে জিতে যায়, তাহলে টিকে থাকবে রানার্স-আপের স্বপ্ন। আর হেরে গেলে গাজীর শিরোপার আশা উজ্জ্বল হয়ে উঠবে। এজন্য অবশ্য আবাহনী ও প্রাইম দোলেশ্বরকে জিততে হবে। আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান। সুপার লিগের প্রথম রাউন্ডে দুই দলই জিতেছে। আবাহনীর পয়েন্ট ১৮, মোহামেডানের ১৪। লিগ পর্বে দুই দলের ম্যাচটি ছিল হাই স্কোরিং। বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে আবাহনী ৫ উইকেটে ৩৬৬ রান করেছিল। সেঞ্চুরি করেছিলেন লিটন দাস (১৩৫) ও নাজমুল হাসান শান্ত (১১০)। জবাব ভালোই দিয়েছিল মোহামেডান। রকিবুল হাসানের অতিমানবীয় ১৯০ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৩৯ রান করেছিল মতিঝিলপাড়ার দলটি। প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বরের ম্যাচটি শিরোপা নির্ধারণীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আগের রাউন্ডে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে প্রাইম ব্যাংক। প্রাইম দোলেশ্বর এখনো শিরোপা রেসে রয়েছে। দুই দলের লড়াইয়ে যদি ব্যাংক জিতে যায় এবং মোহামেডানের কাছে হেরে যায় আবাহনী, তাহলে শিরোপা রেস তখন চার-পাঁচ দলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে।

সর্বশেষ খবর