শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা
আলটিমেটাম প্রসঙ্গে সালাম

বাস্তবতা বুঝতে হবে

ক্রীড়া প্রতিবেদক

ক্লাব না থাকলে ফুটবল চলবে না— এ বাস্তবতা কে না স্বীকার করবে। কথাগুলো বললেন, বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে পেশাদার লিগের ছয় ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক বৈঠক করেন। সেখানে তারা বাফুফের কাছে বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরেন। যেমন ৩০ মের মধ্যে গত মৌসুমের বকেয়া মেটানো। এবার অংশগ্রহণ মানি বাড়িয়ে ৫০ লাখ করা। লিগ চ্যাম্পিয়ন ৩০, রানার্সআপ ২০ ও তৃতীয় স্থান দলকে ১০ লাখ টাকা দেওয়া। এ ব্যাপারে গতকাল সালামের সঙ্গে আলাপ হলে তিনি বলেন, ক্লাবের জন্যই ফুটবল। বড় অবদান তাদেরই। অবশ্যই তারা ফেডারেশনের কাছে দাবি-দাওয়া তুলতেই পারে। কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে। দেখেন এক সময় লিগে অংশগ্রহণ মানি ছিল না। পেশাদার লিগ শুরুর পর গেট মানি বা টিকিট বিক্রির অর্থই তারা পেত। কিন্তু দর্শক না হওয়ায় আমরাই অংশগ্রহণ মানির ব্যবস্থা করি। লিগের স্পন্সরের পুরো টাকাই ক্লাবগুলোকে দেওয়া হয়। এখানে ফিফা বা এএফসির কোনো ফান্ড নেই। গত মৌসুমে অর্থ বাকি আছে, কীভাবে শোধ হবে তা আলোচনা হয়েছে, নতুন করে তারিখ নির্ধারণ হবে কেন? সালাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কারও অজানা নয়। সেখানে যদি এবার ৫০ লাখ করে অংশগ্রহণ মানি দেওয়া হয় ১২ ক্লাব পাবে ৬ কোটি টাকা। বাফুফে কি এতটাই ধনী! চ্যাম্পিয়ন দল ৩০, রানার্সআপ ২০ ও তৃতীয় স্থান দলকে ১০ লাখ টাকার প্রাইজমানি দেওয়ার কথা বলা হয়েছে। একবার চিন্তা করে দেখুন এক মৌসুমে তাহলে কত টাকা ব্যয় হবে? যাক তারপরও আমরা এ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসব। বিশ্বাস করি তারা বাস্তবতা বুঝতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর