রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

ফ্রেঞ্চ ওপেন শুরু আজ

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেন শুরু আজ

ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে অনুশীলনে কোচের কথা মন দিয়ে শুনছেন নাদাল —এএফপি

সেরেনা উইলিয়ামস মা হতে চলেছেন। এ কারণে এবার ফ্রেঞ্চ ওপেনে তাকে দেখা যাবে না। মেয়েদের এককের সবচেয়ে বড় আকর্ষণই এবার নেই। সেরেনা উইলিয়ামসের অনুপস্থিতিতে অবশ্য সুযোগ বেড়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য টেনিসে ফেরা রুশ সুন্দরী মারিয়া শারাপোভার। মেয়েদের এককের মতো পুরুষ এককেও এবার অনুপস্থিত থাকছেন অন্যতম আকর্ষণ রজার ফেদেরার। সর্বকালের সেরা এ টেনিস কিংবদন্তির অনুপস্থিতির কারণ, নিজেকে তিনি বিশ্রাম দিতে চান। দুই শীর্ষ তারকার অনুপস্থিতিতেই আজ থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন।

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ আর গারবিন মুগুরুজা এবারও থাকছেন ফেবারিটের তালিকায়। তবে সবার আকর্ষণ রাফায়েল নাদালের দিকে। টেনিসের ইতিহাসে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট দশমবারের মতো জয়ের বিরল কৃতিত্ব গড়তে পারেন এ স্প্যানিয়ার্ড। অবশ্য এই ইতিহাস গড়ার পথে নাদালকে কঠিন সব বাধা দূর করতে হবে। এর মধ্যে সেমিফাইনালেই নাদালকে মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের। তাছাড়া ফাইনালে তো শীর্ষ বাছাই অ্যান্ডি মারে আছেনই। অবশ্য শর্ত হলো সবাই যদি বাধাগুলো দূর করে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারেন। নাদালের মুখোমুখি হওয়ার আগেই যদি জকোভিচ ও মারে বিদায় নেন তবে স্প্যানিয়ার্ডের কাজটা সহজ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর