রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

আবাহনী ফের হারাল মোহামেডানকে

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচটি ছিল হাই স্কোরিং। তিন তিনটি সেঞ্চুরির ম্যাচটি ২৭ রানে জিতেছিল আবাহনী। সুপার লিগেও সেই ধারা অব্যাহত রেখেছে ধানমন্ডি পাড়ার দলটি। চির প্রতিপক্ষ মোহামেডানকে লো স্কোরিং ম্যাচে হারিয়েছে ৫ উইকেটে। ম্যাচটি জিতে যখন মাঠ ছাড়ছিল আবাহনী তখন স্কোর বোর্ড দেখাচ্ছে ২০৭ বল বা ৩৪.৩ ওভার বাকি। এই জয়ে শিরোপা রেসে ভালোভাবেই টিকে থাকল আবাহনী। সুপার লিগের টানা দুই জয়ে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর পয়েন্ট ১৩ ম্যাচে ২০ এবং মোহামেডানের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট ১৪।

বিকেএসপি-৩ নম্বর মাঠে গতকাল প্রথমে ব্যাট করে মোহামেডান গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। মতিঝিল পাড়ার দলটিকে গুঁড়িয়ে দেন বাঁ হাতি স্পিনার সাকলাইন সজীব ও মনন সরকার। দুজনের ঘূর্ণিতে মোহামেডানের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩৩.৪ ওভার। ম্যাচসেরা সাকলাইন ৪ উইকেট নেন ১০ ওভারের স্পেলে ২৪ রানের খরচে। মনন ৩ উইকেট নেন ২১ রানে। প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে ১৯০ রানের ইনিংস খেলা রকিবুল হাসান খেলেননি গতকাল। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক শামসুর রহমান শুভ। ১০১ রানের টার্গেটে খেলতে নেমে আবাহনীর ওপেনার লিটন দাস আক্রমণাত্মক ব্যাটিং করে ৫০ রানের ইনিংস খেলেন মাত্র ২২ বলে ৪ চার ও ৫ ছক্কায়। লিটনের ব্যাটিং ঝড় সামলাতে হয়েছে বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে। তাইজুল ৩ ওভারে রান দেন ৪৩। লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আবাহনী সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ১৫.৩ ওভারে। ২৪ রান করেন বাঁ হাতি ওপেনার সাদমান।

সর্বশেষ খবর