সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

এনরিককে মেসিদের বিদায়ী উপহার

ক্রীড়া ডেস্ক

এনরিককে মেসিদের বিদায়ী উপহার

লুইস এনরিকের অধীনে শেষ ম্যাচ। গুরু-দক্ষিণা দেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর পাবেন না লিওনেল মেসি। কোপা দেল রে কাপের ফাইনাল ম্যাচটা বার্সেলোনা তারকাদের জন্য নানান দিক দিয়েই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে লিওনেল মেসির জন্য! হয়তো এ কারণেই নিজেকে উজাড় করে দিলেন এ আর্জেন্টাইন জাদুকর। তার অসাধারণ ফুটবলেই প্রথমবারের মতো কোপা দেল রে কাপের ফাইনাল খেলা দিপোর্তিভো অ্যালাভেসকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের একমাত্র শিরোপা জিতল বার্সেলোনা। এই নিয়ে রেকর্ড ২৯তমবারের মতো কোপা দেল রে কাপ জিতল কাতালানরা।

দুর্দান্ত খেললেন দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নিজে গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোল করালেনও। ম্যাচে আলো ছড়ালেন নেইমার-আন্দ্রে গোমেসরাও। কোপা দেল রে শিরোপা জিতেই কোচ লুইস এনরিকেকে বিদায় জানালেন মেসি-নেইমাররা। বার্সেলোনার কোচ হিসেবে তিন বছরের ক্যারিয়ারে প্রতিবারই কোপা দেল রে কাপের শিরোপা জয়ের কীর্তি গড়লেন এনরিকে। ভিসেন্ট ক্যালডেরনে ম্যাচের শুরুতেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মাসকারেনো। তবে লিওনেল মেসি ম্যাচের ৩০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলে শুরুর আঘাতটা সামলে উঠে কাতালানরা। অবশ্য তিন মিনিট পরই হার্নান্দেজের গোলে সমতায় ফিরে অ্যালাভেস। ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং পাকো আলকাসের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বার্সেলোনাকে ৩-১ গোলে এগিয়ে দেন। এই ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে কাতালানরা। জয় করে মৌসুমের একমাত্র শিরোপা। এই জয়ে অবশ্য দারুণ এক রেকর্ড গড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কোপা দেল রে কাপে টানা তিন ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন তিনি (২০১৫, ২০১৬ ও ২০১৭)। এই কৃতিত্ব আছে কেবল হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেনচ পুসকাসের। তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৯৬০, ১৯৬১ ও ১৯৬২ সালে টানা তিন কোপা দেল রে ফাইনালে গোল করেছিলেন। ২০১৪ সালে বার্সেলোনায় কোচের দায়িত্ব নিয়েছিলেন লুইস এনরিকে। প্রথম মৌসুমেই তিনি জয় করেন ট্রেবল (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে)। পরের মৌসুমে জিতেন ডাবল (লা লিগা ও কোপা দেল রে)। শেষ মৌসুমেও শিরোপা জিতেই বিদায় নিলেন তিনি।

সর্বশেষ খবর