সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তান যাবে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের কাছে যেদিন হারল বাংলাদেশ, সেদিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সফর করবে না বাংলাদেশ। জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা পাকিস্তানের। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সফরে আসতে অনাগ্রহ প্রকাশ করেছে দেশটি। অবশ্য পিসিবি সভাপতি শাহরিয়ার খান একটি শর্ত জুড়ে দিয়েছিল একই সঙ্গে। যদি বাংলাদেশের কোনো একটি দল পাকিস্তান সফর করে, তাহলে তারা সফরে আসবে। এপ্রিলে আভাস পাওয়া গিয়েছিল বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড কিংবা অনূর্ধ্ব-১৯ যুব দল সফর করতে পারে পাকিস্তান। বিসিবি এখন কোনো দল পাঠাতেই রাজি নয় পাকিস্তানে। এ প্রসঙ্গে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা পাকিস্তানের সিদ্ধান্তের কথা শোনার পর তাদের সঙ্গে আলোচনা করা বন্ধ করে দিয়েছি। পাকিস্তানে জাতীয় দল পাঠানো অবিশ্বাস্য বিষয়। আমাদের এইচপি অথবা অনূর্ধ্ব-১৯ দল সেখানে যেতে পারত। কিন্তু তাদের সিদ্ধান্ত জানার পর কোনোভাবেই সে সব ভাবার প্রশ্ন আসে না। আমরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নই।’ পাকিস্তান যদি না আসে, তাহলে জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে এবং প্রস্তুত করা হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্র্রিকা সিরিজের জন্য।

সর্বশেষ খবর