মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

সুপার লিগে সুপার ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর-তিন দল সমান তালে এগোচ্ছে। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে শিরোপা জিততে পারে তিন দলের যে কোনো একটি। ওয়ালটন সুপার লিগের প্রথম দুই রাউন্ড শেষে তিন দলের পয়েন্ট সমান ২০। আজ তিন দলের মধ্যে একটি ছিটকে পড়বেই। তখন হয়তো শিরোপা লড়াইটা দুই দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে। বকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনী ও প্রাইম দোলেশ্বর ম্যাচ। বিকেএসপি-৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি-মোহামেডান ম্যাচ এবং নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বর ম্যাচ। আবাহনী ও দোলেশ্বর ম্যাচের জয় দল এগিয়ে যাবে এবং পরাজিত দল পিছিয়ে পড়বে। অবশ্য গাজী যদি হেরে যায় প্রাইম ব্যাংকের কাছে, তাহলে লড়াই টিকে থাকবে। জটিল সমীকরণে আটকে গেছে প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা নির্ধারণ। দ্বিতীয় রাউন্ড শেষে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, শেষ রাউন্ডে হয়তো শিরোপা নির্ধারিত হবে। আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের জয় দলের পয়েন্ট হবে ২২ এবং পরাজিত দল  রয়ে যাবে ২০ পয়েন্ট নিয়ে। বিপরীতে গাজী ও প্রাইম ব্যাংক ম্যাচে যদি গাজী জিতে যায়, তাহলে দলটির পয়েন্ট হবে ২২। হেরে গেলে ২০ পয়েন্ট নিয়ে টিকে থাকবে স্বঅবস্থানে। প্রাইম ব্যাংকের পয়েন্ট হবে ১৮। গাজী হেরে গেলে এবং আবাহনী জিতে গেলে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে অবস্থান করবে আবাহনী। আবার গাজী হেরে গেলে এবং দোলেশ্বর জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে দোলেশ্বর। মোহামেডান ও শেখ জামাল লড়বে পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য। শেখ জামাল ও মোহামেডানের পয়েন্ট ১৪। এমন জটিল সমীকরণ নিয়েই আজ প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের তৃতীয় রাউন্ডের খেলা গড়াচ্ছে মাঠে।             

আজকের খেলা

গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক

ফতুল্লা

আবাহনী-প্রাইম দোলেশ্বর বিকেএসপি-৩

শেখ জামাল-মোহামেডান বিকেএসপি-৪

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর