মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

মোহনবাগান ২৫ বছর পর ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগান শেষ বার ঢাকায় খেলেছিল কবে সেই তথ্য নেই বাফুফের কাছে। ১৯৮৭ সালে এশিয়া ক্লাব কাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচ খেলে যায় মোহনবাগান। ওই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকে মোহামেডান ম্যাচ ড্র করেছিল। তবে ডি বক্সের বাইরে থেকে খোরশেদ বাবুল যে গোলটি করেছিলেন তা দর্শকরা এখনো ভুলতে পারেননি। এরপর ১৯৯১-৯২ মৌসুমে বিটিসি কাপ টুর্নামেন্টে ঢাকায় খেলতে আসে বিখ্যাত দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এরপর ঢাকায় মোহনবাগানকে দেখা যায়নি। প্রায় ২৫ বছর পর মোহনবাগান আগামীকাল ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে। এএফসি কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে লড়বে তারা। গতকাল রাতেই মোহনবাগানের ঢাকা পৌঁছানোর কথা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর