শিরোনাম
মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

এশিয়া কাপের প্রস্তুতি শুরু শনিবার

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের প্রস্তুতি শুরু শনিবার

১৪ অক্টোবর ঢাকায় এশিয়া কাপ হকির পর্দা ওঠার কথা। যদিও এশিয়ান হকি ফেডারেশনের শর্ত আছে ফ্লাডলাইট ছাড়া কোনোভাবেই এশিয়া কাপের আয়োজন করা যাবে না। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আগস্টের মধ্যে ফ্লাডলাইট স্থাপনের কাজ সম্পন্ন হবে। এশিয়া কাপে ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশ অংশ নেবে। এদের টপকিয়ে বাংলাদেশ শিরোপা জিতবে তা কাল্পনিকই বলা যায়। বাংলাদেশ চাচ্ছে আসরে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে। শনিবার থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়া কাপের ক্যাম্প শুরু হবে। জার্মানি কোচ অলিভার কার্টেজেরই প্রশিক্ষণ দেওয়ার কথা। যদিও তার দুই মাসের বেতন বকেয়া পড়ে আছে। ৪০ জনের প্রাথমিক ক্যাম্পের ডাক পাননি জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তিনি এশিয়া কাপে খেলবেন কিনা তা নির্ভর করছে হকি ফেডারেশনের সিদ্ধান্তের ওপর।

সর্বশেষ খবর