বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

মাশরাফিদের এগিয়ে রাখছেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক

মাশরাফিদের এগিয়ে রাখছেন আশরাফুল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে আইসিসির এ টুর্নামেন্ট। লন্ডনের ওভালে কে জিততে যাচ্ছে এই ম্যাচে? ফলাফল নিয়ে মন্তব্য করা খুবই কঠিন। একদিকে টুর্নামেন্টের ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড, অন্যদিকে মাশরাফির নেতৃত্বাধীন দুরন্ত টাইগাররা। অনেকেই অনেক মত দিচ্ছেন। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে বললেন মোহাম্মদ আশরাফুলও। তার মতে, ইংল্যান্ড টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দল হলেও জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। তিনি বলেন, ‘ইংল্যান্ড এবারের টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল। বাংলাদেশের গ্রুপে সবচেয়ে কঠিন দল ওরাই। এমনকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চেয়েও ভালো ইংলিশরা। ম্যাচটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে কঠিন হতে যাচ্ছে। তবে কিছুটা সুযোগ থাকছে বাংলাদেশেরও। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র ২০ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংলিশরা। এটা বাংলাদেশের জন্য খুবই আশার ব্যাপার। মানসিক দিক থেকে কিছুটা অস্বস্তিতে থাকবে ইংল্যান্ড।’ বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হারলেও মানসিক দিক থেকে ইংল্যান্ডের চেয়ে এগিয়েই থাকবে টাইগাররা— এমনটাই মনে করেন আশরাফুল। তার মতে, বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানেরা দারুণ করছেন। তা ছাড়া পাঁচ-ছয় জন ক্রিকেটার আছেন যাদের অভিজ্ঞতা অনেক। দীর্ঘদিন ধরে সবাই একসঙ্গে ক্রিকেট খেলছেন। এটা দলকে ঐক্যবদ্ধ করেছে। বোলিং আর ব্যাটিংলাইন দারুণ। আশরাফুল এই দিক থেকেই এগিয়ে রাখছেন বাংলাদেশকে। সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, ‘আমি মনে করি সাব্বিরের চেয়ে ইমরুল কায়েস টেকনিক্যালি অনেক ভালো। তা ছাড়া ইংল্যান্ডের শেষ দিকে বেশকিছু বাঁ হাতি ব্যাটসম্যান থাকায় দলে মিরাজেরও প্রয়োজন রয়েছে। তার অফ স্পিন খুব কাজে আসবে।’ সব মিলিয়ে আশরাফুল মনে করেন, টাইগাররা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে দারুণ একটা ফল হতে পারে। জিততে পারে বাংলাদেশ। মাশরাফিবাহিনী এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

সর্বশেষ খবর