শিরোনাম
বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

একমাত্র জয়ের নায়ক শাহরিয়ার

ক্রীড়া প্রতিবেদক

একমাত্র জয়ের নায়ক শাহরিয়ার

মোহাম্মদ আশরাফুলকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিভা। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো ক্রিকেটার থাকতেও আশরাফুলের পর যদি কারও নাম আসে, সে হচ্ছে শাহরিয়ার নাফিস। বাঁ হাতি ক্রিকেটারের আগমন বাংলাদেশের ক্রিকেটে অ্যালেক্স হ্যালির ধূমকেতুর মতো! আলো ছড়িয়ে এখন অন্ধকারের স্থায়ী বাসিন্দা শাহরিয়ার। এক সময়কার অপরিহার্য সদস্য শাহরিয়ার এখন বাংলাদেশের খেলা দেখেন দর্শক হয়ে। জাতীয় দলে অপাঙেক্তয় হলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনালি অক্ষরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এখন পর্যন্ত যে একমাত্র জয়টি পেয়েছে, তার নায়ক শাহরিয়ার। ২০০৬ সালে ভারতের জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের জয়ের ম্যাচে শাহরিয়ারের ব্যাট থেকে বেরিয়েছিল ১২৩ রানের আলো ছড়ানো ইনিংসটি।

২০০০, ২০০২ ও ২০০৪ সালে জয়হীন ছিল বাংলাদেশ। ২০০৬ সালে ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত পর্বে সরাসরি খেলেছিল ছয় দল। বাকি দুটি দল নির্ধারণে র‌্যাঙ্কিংয়ের ৭-১০ নম্বর দল বাছাই পর্ব খেলেছিল। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে খেলেছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ একমাত্র জয়টি পেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩১ রান করেছিল টাইগাররা। ওপেনার শাহরিয়ার ১৬১ বলে করেছিলেন ১২৩ রান। তিন বাঁ হাতি স্পিনার সাকিব, রাজ্জাক ও রফিকের ঘূর্ণিতে দিশাহারা জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ১৩০ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত জয় ওই এক ম্যাচেই এবং ম্যাচের নায়ক তিন অঙ্কের ম্যাজিক্যাল ইনিংস খেলা শাহরিয়ার। ওই আসরেই খেলেছিলেন শাহরিয়ার এবং তিন ম্যাচে তার উইলো থেকে বেরিয়েছিল ১৬৬ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

সর্বশেষ খবর