শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

জুভেন্টাসের বাধা জিদান

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাসের বাধা জিদান

জিনেদিন জিদান তারকাখ্যাতি পেয়েছিলেন জুভেন্টাস থেকেই। ১৯৯৬ সালে ফরাসি ক্লাব বরড্যাক্স থেকে জুভেন্টাসে এসেছিলেন তিনি। যোগ দেওয়ার পর দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেও ওল্ড লেডিদের জেতাতে পারেননি তিনি। সেই দুঃখ এখনো মাঝে মধ্যেই প্রকাশ করেন জিদান। এবার তো নিজেই জুভেন্টাসের প্রধান প্রতিপক্ষ সাবেক এ ফরাসি তারকা। আজ কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিদানের রিয়াল মাদ্রিদেরই মুখোমুখি জুভেন্টাস। জিদানের লক্ষ্য ইতিহাস গড়া। অন্যদিকে জুভেন্টাসের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে ‘ফাইনাল’ ভীতি দূর করা। ওল্ড লেডিরা সবচেয়ে বেশি ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পরাজিত হয়েছে। জিনেদিন জিদান এরই মধ্যে এক বিরল রেকর্ডের মালিক হয়েছেন। রিয়াল মাদ্রিদের নয়, দশ ও এগার নম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ভূমিকা রেখেছেন জিদান।

সর্বশেষ খবর