রবিবার, ৪ জুন, ২০১৭ ০০:০০ টা

দুই আবাহনীর ফাইনাল

ফেডারেশন কাপ

ক্রীড়া প্রতিবেদক

দুই আবাহনীর ফাইনাল

ফেডারেশন কাপ ফুটবল সেমিফাইনালে আবাহনীর দুর্গে শেখ জামালের আক্রমণ

ক্রীড়ামোদীদের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। তারপর আবার কাল কার্ডিফে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ছিল। ফুটবলে উত্তেজনাপূর্ণ ম্যাচ দর্শকরা রাত জেগে টিভিতে উপভোগ করেছেন। দেশেও কাল ফুটবলে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াই। আগের দিন রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে কাল ঢাকা আবাহনীও ফাইনালে উঠেছে। শেখ জামালকে ১-০ গোলে হারিয়েছে তারা।

খেলোয়াড়দের তালিকা বিচার করলে এবার ঢাকা আবাহনীই সবচেয়ে ব্যালেন্সড দল গড়েছে। কিন্তু শেখ জামাল কম কিসের? তরুণ ও অভিজ্ঞর মিশ্রণে মৌসুমে প্রথম ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করছে। সুতরাং কাউকে কালকের ম্যাচে ফেবারিট বলা যাচ্ছিল না। ফেডারেশন কাপে আবাহনী বর্তমান চ্যাম্পিয়ন আর শেখ জামাল সাবেক চ্যাম্পিয়ন। দুই চ্যাম্পিয়নের লড়াই বলে সেমিফাইনালে আরও উত্তাপ ছড়িয়ে ছিল। গ্যালারিতে দর্শক সংখ্যা উল্লেখযোগ্য না হলেও ম্যাচ ঘিরে আগ্রহের কমতি ছিল না। যার প্রমাণ রাতে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন ফাইনালে গেল কারা? শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরাই আবার ফাইনালে উঠল। প্রথমার্ধে গোল না হলেও ৬৩ মিনিটে ল্যান্ডিংয়ের বদলে খেলতে নামা এমেকা অনুহা ঢাকা আবাহনীর পক্ষে বিজয়সূচক গোলটি করেন। শেষ মুহূর্তে সহজ সুযোগ পেয়েও গোল শোধ করতে পারেনি শেখ জামাল। সেমিফাইনালে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। মঙ্গলবার ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী   ফাইনালে লড়বে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর