মঙ্গলবার, ৬ জুন, ২০১৭ ০০:০০ টা

জয় আবাহনীর শিরোপা গাজীর

ক্রীড়া প্রতিবেদক

জয় আবাহনীর শিরোপা গাজীর

চ্যাম্পিয়ন হতে হলে প্রাইম দোলেশ্বরকেই জিতলেই হতো না। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারানোর পাশাপাশি আবাহনীকে হারতে হতো। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা নির্ধারণে সমীকরণটা এমনই দাঁড়িয়েছিল শেষ রাউন্ডে। গতকাল শেষ রাউন্ডের ম্যাচগুলো মাঠে গড়ালেও বৃষ্টি বাধায় পড়ে। সবচেয়ে আকর্ষণীয় প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ ক্রিকেটার্স ম্যাচটি হতে পারেনি। আজ ম্যাচের বাকি অংশ গড়াবে। ম্যাচের ফল শিরোপা নির্ধারণে কোনো প্রভাব ফেলবে না। কারণ, গতকাল বিকেএসপিতে আফিফ হোসেনের হ্যাটট্রিকে আবাহনী  ৬ উইকেট হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আবাহনীর জয়েই শিরোপা স্বপ্ন ভেঙে গেছে প্রাইম দোলেশ্বরের। আবাহনীর জয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রানার্স আপ আবাহনী এবং প্রাইম দোলেশ্বর তৃতীয়। জেতায় আবাহনীর পয়েন্ট ২৪। ১৫ ম্যাচে গাজীরও পয়েন্ট ২৪। দোলেশ্বরের পয়েন্ট ১৫ ম্যাচে ২২। আজ যদি গাজীকে হারায় দোলেশ্বর, তাহলে গাজী, দোলেশ্বর ও আবাহনীর পয়েন্ট হবে সমান ২৪। কিন্তু বাইলজের নিয়মে ‘হেড টু হেড’ বিচারে চ্যাম্পিয়ন হয়েছে গাজী গ্রুপ।         

বিকেএসপি-৪ নম্বর মাঠে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে শেখ জামাল প্রথমে ব্যাট করে ৩০.৪ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে। এরপর দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায়  ম্যাচ রেফারি টার্গেট বেধে দেয় আবাহনীকে ২০ ওভারে ১২৪ রানের। আবাহনী সেই টার্গেট টপকে যায় সাইফ হাসানের আক্রমণাত্মক ৫১ রানে ভর করে ১৬ বল হাতে রেখে। ম্যাচে তরুণ আফিফ ৩২ রানে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেন। আফিফ পরপর তিন বলে আব্দুল্লাহ আল মামুন, সোহাগ গাজী ও জিয়াউর রহমানকে বিদায় করে হ্যাটট্রিক করেন। বিকেএসপি-৩ নম্বর মাঠে শিরোপা লড়াইয়ে থাকা ম্যাচ বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ার আগে গাজী ৩৩ ওভারে ৫ উইকেট ১৪২ রান করে। জহুরুল ইসলাম ব্যাট করছিলেন ৫০ রানে। আগের ৭ ম্যাচে ৪৭৭.০০ গড়ের নাসির গতকাল সাজঘরে ফিরেন মাত্র ৩ রান করে। গড় এখন ২৪০.০০! ফতুল্লায়ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে মোহামেডান ৪৩.৩ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে। আজ গাজী-দোলেশ্বর এবং মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর