মঙ্গলবার, ৬ জুন, ২০১৭ ০০:০০ টা

উৎসবের নগরী মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

হাজার হাজার রিয়াল মাদ্রিদভক্ত বন্যার মতো স্পেনের রাজধানী শহরের রাস্তায় বেরিয়ে এসেছে। উদ্দেশ্য ডুয়ো ডেসিমা (১২তম চ্যাম্পিয়ন্স লিগ) জিতে বাড়ি ফেরার বীরদের দর্শন। ক্রিস্টিয়ানো রোনালদো আর অধিনায়ক সার্জিও রামোস রিয়াল মাদ্রিদের প্যারেডে নেতৃত্ব দিলেন। রিয়াল মাদ্রিদ তারকারা প্রথমে স্থানীয় গভর্নমেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারপর বাসের ছাদে চড়ে ঘুরে বেড়িয়েছে মাদ্রিদের রাস্তায়, সিবেলেজ চত্বরের আশপাশে। এখানেই শেষ নয়, সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তদের জন্য এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। সেখানে রোনালদোরা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে দর্শকদের দর্শন দিয়েছেন। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পিরেজ তার বক্তব্যে বলেছেন, ‘ফুটবলাররা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হিসেবে এখানে প্রবেশ করেছে। আর আমাদের কোচও একজন কিংবদন্তি। তিনিই একমাত্র কোচ যিনি টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। এই কারণেই তিনি বিশ্বের সেরা কোচ।’ আর স্প্যানিশ তারকা আলভারো মোরাতা বলেছেন, ‘আমার মনে হচ্ছে এটাই ইতিহাসের সেরা দল।’ রোনালদোদের রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা দল কি না তা বিচার করবেন ফুটবল বিশ্লেষকরা। তবে এই দশকে এরই মধ্যে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ আর দুইটা লা লিগা জয় করে এরই মধ্যে রোনালদোরা ডি স্টেফানো আর পুসকাসদের যুগটাকে স্মরণ করিয়ে দিয়েছেন।দেখা যাক, দশক শেষ হওয়ার আগে আরও কত কী করে দেখায় এই দলটা। জিনেদিন জিদানেরও অনেক কিছু করা বাকি। আরও এক বছর চুক্তি আছে ক্লাবের সঙ্গে। সম্ভবত চুক্তির মেয়াদ বাড়বে আরও। রিয়াল মাদ্রিদ দলটাকে ইতিহাসের সেরা দল করার জন্য জিদানকে আরও অনেক কিছুই জিততে হবে। এই বছরই তিনি ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের সুযোগ পাবেন। তাছাড়া এই অর্জনগুলো জিদানকে ফিফার দৃষ্টিতে সেরা কোচ হিসেবেও যোগ্য করে তুলতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর